close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের দুর্নীতি, বিক্ষুব্ধ জনতার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম..

Md Jakir Hossain avatar   
Md Jakir Hossain
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে চলমান দুর্নীতি ও চাঁদাবাজির প্রতিবাদে মানব বন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা।..

মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলা বিদ্যুৎ অফিসের সামনে এক জোরালো মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় ছাত্র ও সচেতন নাগরিক সমাজ।

মানব বন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্রনেতা মো. খালেদ হাসান রবিন, তরিকুল ইসলাম ফাহিম, মো. মারুফ খান ও মো. শাকিল।

বক্তৃতায় তারা অভিযোগ করেন, "বিদ্যুৎ অফিসে নতুন সংযোগ, মিটার বদল কিংবা বিল সংশোধনের নামে গ্রাহকদের কাছ থেকে নিয়মিত ঘুষ আদায় করা হচ্ছে। এখানে সেবা নেই, আছে শুধু টাকা নেয়ার খেল। জনসেবার নামে চলছে দুর্নীতির উৎসব। অফিসে না গেলে সেবা পাওয়া যায় না, আর গেলে টাকা না দিলে কাজ হয় না। সাধারণ মানুষ পিষে মরছে।”

মানববন্ধন থেকে দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। বক্তারা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন, এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।

Aucun commentaire trouvé