close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

খাগড়াছড়ির দীঘিনালায় লাকড়ি ধরতে গিয়ে নদীতে ডুবে গেল ৮ বছরের আরিয়ান..

Md Jakir Hossain avatar   
Md Jakir Hossain
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় লাকড়ি ধরতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হয়েছে আরিয়ান হোসেন (৮) নামের এক শিশু। ..

 

শনিবার (১৪ মে) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকায় মাইনী নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আরিয়ান দক্ষিণ মিলনপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো নদীর পাশে লাকড়ি ধরতে গিয়েছিল সে। নদীর পাশে থাকা এক প্রত্যক্ষদর্শী সাহিনুর বেগম (৫৫) জানান, “আমি কিছু দূরে লাকড়ি কুড়াচ্ছিলাম। হঠাৎ দেখি পানিতে একটি ছেলে হাত নাড়াচ্ছে। তার এক হাতে লাকরি ধরার নংকর বাঁধা ছিল। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ছেলের মাকে খবর দেই।”

ঘটনার খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু হলেও এখনো শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, “আমরা রাঙামাটি ফায়ার সার্ভিসে ডুবুরি টিমের জন্য খবর পাঠিয়েছি। তারা এলেই পূর্ণাঙ্গ উদ্ধার কাজ শুরু করা যাবে।”

এ বিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত কুমার সাহা বলেন, “ঘটনার খবর পেয়েই আমরা ফায়ার সার্ভিসকে জানাই। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত শিশুটির সন্ধান চেয়ে উদ্ধার কাজ আরও জোরদারের দাবি জানিয়েছেন।

لم يتم العثور على تعليقات


News Card Generator