close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কাশ্মিরে গোলাগুলি, ভারতীয় সৈন্য নিহত

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কাশ্মিরে ফের উত্তেজনা! কিশতওয়ার সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল এক ভারতীয় সেনার। তল্লাশি অভিযানে গিয়ে গুলির মুখে পড়ে সেনা সদস্য নিহত হন। টানা চলা নিরাপত্তা অভিযানের মধ্যেই এই হামলা..

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির আবারও সহিংসতায় রক্তাক্ত। বৃহস্পতিবার ভোরে কিশতওয়ার জেলার ছাতরু সীমান্তে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের ভয়াবহ গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে একজন ভারতীয় সেনা সদস্য গুরুতর আহত হয়ে পরবর্তীতে মারা যান। এই ঘটনার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়ে উঠলো কাশ্মিরে চলমান নিরাপত্তা সংকট এবং চরম উত্তেজনার বাস্তব চিত্র।

ঘটনার বিবরণ:

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরের দিকে কিশতওয়ার জেলার ছাতরু এলাকায় কিছু সন্দেহজনক বিচ্ছিন্নতাবাদী গতিবিধি লক্ষ্য করে সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা একটি তল্লাশি অভিযান চালায়। ঠিক তখনই গোপন স্থান থেকে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। উভয়পক্ষের মধ্যে শুরু হয় তীব্র গুলিবিনিময়। এই সংঘর্ষে গুরুতর আহত হন ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য।

পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হলেও শেষরক্ষা হয়নি। নিহত সেনার পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে তার মৃত্যুতে হোয়াইট নাইট কর্পস গভীর শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছে।

ভারতের প্রতিক্রিয়া ও চলমান অভিযান:

নাগরোটা-ভিত্তিক ভারতীয় সেনার হোয়াইট নাইট কর্পস এক্সে দেওয়া বিবৃতিতে বলা হয়, “আমাদের একজন সাহসী যোদ্ধা শত্রুর গুলিতে গুরুতর আহত হন। চিকিৎসা দেওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।”

সেনাবাহিনী আরও জানায়, এখনও ওই এলাকায় অভিযান চলছে। সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে চিরুনি অভিযান পরিচালিত হচ্ছে এবং পুরো কিশতওয়ার সীমান্ত এলাকা ঘিরে রাখা হয়েছে।

বড় ধরনের হামলার আশঙ্কা:

কাশ্মিরে নিরাপত্তা বাহিনী যখন সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করছে, তখনই এই হামলা নিরাপত্তা বিশ্লেষকদের মনে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। এর আগে গত ২২ এপ্রিল পেহেলগামের জনপ্রিয় বৈসরান উপত্যকায় বন্দুকধারীদের হামলায় প্রাণ হারায় ২৬ জন নিরীহ মানুষ। তাদের মধ্যে ২৫ জন ছিলেন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দা।

এছাড়াও গত সপ্তাহে দক্ষিণ কাশ্মিরে আরেকটি অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় তিনজন বিচ্ছিন্নতাবাদী। ওই ঘটনার মাত্র ৪৮ ঘণ্টা আগে কুলগাও জেলায় আরেক অভিযানে নিহত হয় আরও তিন সন্ত্রাসী।

কাশ্মিরে নতুন করে অশান্তির ইঙ্গিত?

বিশ্লেষকরা মনে করছেন, কাশ্মিরে ফের সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে গ্রীষ্মকাল শুরু হলে উপত্যকায় পর্যটকদের আনাগোনা বাড়ে, সেই সময়কেই টার্গেট করে বিচ্ছিন্নতাবাদীরা এমন হামলা চালাতে পারে।

ভারতীয় নিরাপত্তা বাহিনী এরইমধ্যে জম্মু-কাশ্মিরজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান আরও তীব্র করার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং যে কোনো সন্দেহজনক চলাফেরার খবর দিতে অনুরোধ করা হয়েছে।



কাশ্মিরে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার কঠিন বাস্তবতা সামনে আনলো। নিরাপত্তা জোরদার করেও যেভাবে হামলার ঘটনা ঘটছে, তাতে প্রশ্ন উঠছে গোয়েন্দা তথ্যের কার্যকারিতা নিয়েও।

没有找到评论