সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ৩ নং জামতৈল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দশসিকা গ্রামে বিএনপির উদ্যোগে মহিলাদের উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু’র নির্দেশনায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
উঠান বৈঠকে এলাকার বিভিন্ন বয়সী নারী নেত্রী ও সাধারণ নারীরা অংশগ্রহণ করেন। এসময় বিএনপির আদর্শ, দলের চলমান রাজনৈতিক কর্মসূচি এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচির শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে বিএনপির যোগাযোগ আরও সুদৃঢ় করতে এবং নারীদের রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত করতেই এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।



















