close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ফেন্সিডিলসহ বাদশা সোলায়মান (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। বুধবার ভোররাতে উপজেলার কাঁঠালবাগান গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক বাদশা সোলায়মান ওই উপজেলার কাঁঠালবাগান গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। ঝিনাইদহ র্যাবের মেজর নাঈম আহমেদ জানান, কালীগঞ্জের কাঠালবাগান গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় বাদশা সোলায়মানকে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
没有找到评论