কা শ্মী রে দুপক্ষের মধ্যে আবারও গো লা গু লি

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কাশ্মীর সীমান্ত আবারও উত্তপ্ত! শুক্রবার রাতে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় পোস্ট লক্ষ্য করে আকস্মিক গুলিবর্ষণ চালায় পাকিস্তানের সেনা। দিল্লি দাবি করেছে, টানা দ্বিতীয় রাত একইভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসলা..

কেন এই আগুন? কয়েকদিন আগেই জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন পর্যটক। ভারতীয় গোয়েন্দারা দাবি করছে, এই হামলার পিছনে রয়েছে লস্কর-ই-তৈয়বার ঘনিষ্ঠ সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)’ এবং হাফিজ সাঈদের মত কুখ্যাত জঙ্গি। আর সেই ঘটনার পরই সীমান্তে এমন অশান্তি—পুরো অঞ্চল জুড়ে নতুন করে যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে।

দিল্লির কড়া বার্তা: ভারত সরকার সাফ জানিয়ে দিয়েছে—"পাকিস্তান এক ফোঁটাও জল পাবে না!" সিন্ধু পানিচুক্তি বাতিলের পথে ভারত। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, ভিসা ও পর্যটন নিষিদ্ধ করার মতো কড়া পদক্ষেপও নেওয়া হয়েছে।

ইসলামাবাদের জবাব: পাল্টা পাকিস্তানও ‘সব দ্বিপাক্ষিক চুক্তি’ বাতিলের ঘোষণা দিয়েছে। বন্ধ করে দিয়েছে ওয়াঘা সীমান্তের জনপ্রিয় পতাকা নামানো অনুষ্ঠান। এমনকি সিমলা চুক্তিও বাতিল করেছে।

বিশ্লেষকদের মতে, উপমহাদেশে এক নতুন সংঘাতের দিকে এগোচ্ছে পরিস্থিতি। আন্তর্জাতিক মহলও উদ্বেগ প্রকাশ করছে এই উত্তেজনা ঘিরে।

Walang nakitang komento


News Card Generator