যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি না হলেও ইরান টিকে থাকবে: মাসুদ পেজেশকিয়ান..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মার্কিন চুক্তি ছাড়াই ইরানের অস্তিত্ব টিকে থাকবে—এমন ঘোষণা দিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পারমাণবিক আলোচনার অনিশ্চয়তার মাঝেও ইরান আত্মবিশ্বাসী, চাপ আসলেও মাথা নোয়াবে না বলে জানাল তেহরান।..

তেহরান, ইরান | ২৩ মে ২০২৫
পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হলেও ইরান নিজের অস্তিত্ব বজায় রাখতে পারবে বলে জোর দিয়ে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "যদি তারা আমাদের সঙ্গে আলোচনা করতে না চায় বা নতুন নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলেও আমরা টিকে থাকব। আমাদের বাঁচার উপায় আছে।"

এই বক্তব্য এসেছে এমন এক সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরান-যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনাকে ‘খুব ভালো’ বলে অভিহিত করেন। গত সপ্তাহে ইতালির রোমে অনুষ্ঠিত এই আলোচনার পঞ্চম দফায় কিছুটা অগ্রগতির ইঙ্গিত মিললেও, মূল ইস্যুগুলোতে এখনো মতপার্থক্য বিদ্যমান।

ট্রাম্প প্রশাসনের মূল উদ্বেগ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ঘিরে। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, এই কর্মসূচি থেকে পারমাণবিক অস্ত্র তৈরি হলে তা মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতার সূত্রপাত করতে পারে এবং ইসরাইলের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

ইরান অবশ্য বারবার দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তেহরানের প্রধান চাওয়া—মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণের সুযোগ।

রোম বৈঠকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম তিন বছরের জন্য স্থগিত রাখার একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। তবে সে প্রস্তাবকে ‘অসম্ভব’ আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ বলেন, "তেহরান কখনোই এই প্রস্তাব মেনে নেবে না। আমাদের অধিকার আমরা ছাড়ব না।"

বাঘাঈ আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের অন্তর্বর্তী চুক্তি হওয়ার সম্ভাবনাও নেই। তিনি দাবি করেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে, তা বাস্তবতা নয় বরং রাজনৈতিক অপপ্রচার।

বর্তমানে আলোচনার ষষ্ঠ দফা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশ ওমানের দিকেই তাকিয়ে আছে দুই পক্ষ। বাঘাঈ বলেন, “যদি যুক্তরাষ্ট্র সদিচ্ছা দেখায়, তাহলে আমরা আশাবাদী। তবে তাদের লক্ষ্য যদি হয় আমাদের অধিকার খর্ব করা, তাহলে এই আলোচনা ফলপ্রসূ হবে না।”

বিশ্লেষকদের মতে, ইরান যতই চাপের মুখে থাকুক না কেন, তাদের নেতৃত্ব এ মুহূর্তে নিজেদের অবস্থানে অনড় এবং আত্মবিশ্বাসী। ফলে নতুন চুক্তির আশায় থাকলেও ইরান নিজস্ব কৌশলে টিকে থাকতে প্রস্তুত বলেই আভাস দিচ্ছে তেহরান।


এখনকার প্রেক্ষাপটে গুরুত্ব:
বিশ্বশক্তিগুলোর মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে যে উত্তেজনা বিরাজ করছে, পেজেশকিয়ানের বক্তব্য তা আরও বাড়িয়ে তুলেছে। এটি শুধুমাত্র ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে।

Hiçbir yorum bulunamadı