যুক্তরাষ্ট্রের সিনেটে মাত্র এক ভোটের ব্যবধানে পাস হলো ট্রাম্পের আলোচিত ব্যয় বিল..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
যুক্তরাষ্ট্রের সিনেটে মাত্র ৫১-৫০ ভোটে পাস হয়েছে ট্রাম্পের করছাড় ও ব্যয় বিল, যা জাতীয় ঋণ বাড়াবে এবং স্বাস্থ্য-সামাজিক কর্মসূচিতে কাটছাঁট করবে।..

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত করছাড় ও ব্যয় বিল অত্যন্ত কম ব্যবধানে পাস হয়েছে। গত মঙ্গলবার রিপাবলিকান সদস্যরা মাত্র এক ভোটের ব্যবধানে বিলটি পাস করাতে সক্ষম হন। এই বিলটি সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মসূচি থেকে শুরু করে সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো ও অভিবাসন নিয়ন্ত্রণে ব্যয় বৃদ্ধির বিষয়গুলো নিয়ে এসেছে।

বিলটির মূল উদ্দেশ্য হলো কর কমানো, বিশেষত বকশিশ ও অতিরিক্ত সময় কাজের আয়ের ক্ষেত্রে কর ছাড় দেওয়া, পাশাপাশি সেনাবাহিনী ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বৃদ্ধি করা। তবে এর প্রভাব হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩ লাখ ৩০ হাজার কোটি ডলারের মতো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এখন বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে, যেখানে ইতোমধ্যেই কয়েকজন রিপাবলিকান সদস্য বিলের কিছু শর্তের বিরোধিতা করেছেন। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন জানিয়েছেন, ৪ জুলাই স্বাধীনতা দিবসের আগে বিলটিতে স্বাক্ষর করে আইনে পরিণত করার লক্ষ্য রয়েছে।

বিলটি ২০১৭ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে প্রস্তাবিত করছাড়ের সম্প্রসারিত সংস্করণ। এতে কম আয়ের মার্কিন নাগরিকদের জন্য মেডিকেইড ও খাদ্যসহায়তা কর্মসূচির খরচ থেকে প্রায় ৯৩ হাজার কোটি ডলার কাটছাঁটের প্রস্তাব রয়েছে। এছাড়াও ডেমোক্র্যাটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদকালে পরিবেশবান্ধব জ্বালানির জন্য দেওয়া সুবিধাসমূহ বাতিলের পরিকল্পনা রয়েছে।

বিলটি নিয়ে রিপাবলিকানদের মধ্যেও মতভেদ রয়েছে, কারণ এতে জাতীয় ঋণের সীমা বাড়ানোর প্রস্তাব রয়েছে যা বর্তমানে প্রায় ৩৬ লাখ ২০ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। এই ঋণসীমা বাড়ানো না হলে ভবিষ্যতে ভয়াবহ ঋণখেলাপির ঝুঁকি তৈরি হতে পারে।

গতকাল সিনেটে পাস হওয়া ভোটে রিপাবলিকানদের ৫০ সদস্যের বিপরীতে ৪৭ ডেমোক্র্যাট এবং ৩ রিপাবলিকান সদস্য বিলের বিরুদ্ধে ভোট দেন। বিশেষত নর্থ ক্যারোলাইনার টম টিলিস, মেইনের সুসান কলিন্স ও কেনটাকির র্যান্ড পল রিপাবলিকানরা বিলের বিরোধিতা করেছেন।

ভোটাভুটির আগে সিনেটে রাতভর বিতর্ক চলেছে বিলের খরচ ও স্বাস্থ্যসেবায় এর প্রভাব নিয়ে। আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মুরকৌস্কির সমর্থন পেতে বিশেষ দর-কষাকষি করা হয়। তার স্বীকৃতির জন্য বিলের সঙ্গে যুক্ত করা হয়েছে আলাস্কা ও অন্যান্য অঙ্গরাজ্যে অতিরিক্ত খাদ্যসহায়তার অর্থ বরাদ্দ এবং মেডিকেইডে কাটছাঁটের কারণে ক্ষতিগ্রস্ত গ্রামীণ হাসপাতালগুলোর জন্য পাঁচ হাজার কোটি ডলার বরাদ্দ।

এভাবেই মাত্র এক ভোটের ব্যবধানে ট্রাম্পের করছাড় ও ব্যয় বিল পাস হলো, যা দেশটিতে বিতর্কের সঙ্গেই বড় ধরনের আর্থিক ও সামাজিক প্রভাব ফেলবে। এখন দেখতে হবে প্রতিনিধি পরিষদে বিলটির ভাগ্য কেমন হয় এবং তা আইনে পরিণত হয় কি না।

No se encontraron comentarios


News Card Generator