close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

যুক্তরাষ্ট্র ইরানের শিকার হলে ‘নজিরবিহীন’ হামলা হবে: ট্রাম্প..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
যুক্তরাষ্ট্র যদি ইরানের হামলার শিকার হয়, তাহলে ‘নজিরবিহীন’ পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘যদি ইরান আমাদের ওপর কোনভাবে বা আকারে হামলা চালায় তাহলে যু..

রোববার (১৫ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রুথ সোশালে করা এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন।


একই সঙ্গে তিনি বলেন, ‘তবে আমরা সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি!!!’

ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলেও উল্লেখ করেন ডোনালড ট্রাম্প। তিনি বলেন, ‘আজ রাতে ইরানের ওপর করা হামলার সাথে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক ছিল না।


এদিকে, তেহরানের প্রতিশোধমূলক হামলা বন্ধ করতে ইসরায়েলকে সাহায্য না করার জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সতর্ক করেছে ইরান।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator