যুদ্ধাপরাধের বিচারের নামে হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রতিটা বিচারককে আইনের আওতায় আনা হোক :ইলিয়াস..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আলোচিত প্রবাসী সাংবাদিক ও বিশ্লেষক ইলিয়াস হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক মন্তব্যে যুদ্ধাপরাধের বিচারের নামে সংঘটিত কথিত “হত্যাকাণ্ড” নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।..

তিনি দাবি করেন, এ ধরনের বিচার কার্যক্রম ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এতে বিচারপতিরা সরাসরি জড়িত ছিলেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “যু’দ্ধাপরাধের বিচারের নামে হ’ত্যাকান্ডের সাথে জড়িত প্রতিটা বিচারককে আইনের আওতায় আনা হোক।”

ইলিয়াস হোসেনের এই মন্তব্যে স্পষ্টভাবে যুদ্ধাপরাধের বিচারের কার্যক্রমকে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন এবং এ বিচারে অংশ নেয়া বিচারকদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এক দশকেরও বেশি সময় ধরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধের বিচার হয়েছে। অনেক বিতর্ক ও সমালোচনার মুখেও এ বিচার চলমান ছিল।

Không có bình luận nào được tìm thấy