close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

যশোরের চৌগাছা উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূ ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে..

সালমান বিশ্বাস  avatar   
সালমান বিশ্বাস
যশোরের চৌগাছা উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূ ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে
​যশোরের চৌগাছা উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূ ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) উপজেলার সুখপুকুরিয়া ও জগদীশপুর ইউনিয়নে ঘটনা দুটি ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে উপজেলার ১১নং সুখপুকুরিয়া ইউনিয়নের বলভপুর (মাধপুর পাড়া) গ্রামে পারিবারিক কলহের জেরে মনোয়ারা বেগম (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। নিহত মনোয়ারা ওই গ্রামের সলেমান আলীর স্ত্রী এবং সমসের আলীর মেয়ে।
 
 
​পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে গত দুদিন ধরে মনোয়ারা বেগম না খেয়ে ছিলেন। বুধবার ভোররাত সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে যেকোনো সময় তিনি স্বামীর বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
 
​অন্যদিকে, একই দিন উপজেলার ০৬নং জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া গ্রামে ফেকসি বালা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত কার্তিক পরামানিক বিশ্বাসের স্ত্রী। জানা গেছে, নিজ বাড়ির উঠানে অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায় এবং পরবর্তীতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
চৌগাছা থানার এস আই মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Nessun commento trovato


News Card Generator