close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

যশোরের বসুন্দিয়ায় জমির ভাগ চাওয়ায় মামা-ভাগ্নের সংঘর্ষে আহত- ৩।..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
সম্পত্তির ভাগ চাওয়ায় যশোর সদরের বসুন্দিয়ায় মামা-ভাগ্নের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত তিনজন হাসপাতালে ভর্তি।..

যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মামা-ভাগ্নের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের তিনজন আহত হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন মৃত মহর আলী খানের ছেলে মোসারেফ খান (৫৯), সাজ্জাদ হোসেনের ছেলে শান্ত (৩২) ও অন্তু (২৯) তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে বসুন্দিয়া ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। ভাগ্নেরা তাদের মা ও খালাদের পৈত্রিক সম্পত্তির অংশ চাইলে, মামা পক্ষ তাতে আপত্তি জানান। এক পর্যায়ে কথাকাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি ও মারামারি ঘটন। সংঘর্ষে দুই পক্ষের তিনজনই আহত হন।

আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থা এখন আশঙ্কামুক্ত।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator