close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

যশোরের বসুন্দিয়ায় জমির ভাগ চাওয়ায় মামা-ভাগ্নের সংঘর্ষে আহত- ৩।..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
সম্পত্তির ভাগ চাওয়ায় যশোর সদরের বসুন্দিয়ায় মামা-ভাগ্নের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত তিনজন হাসপাতালে ভর্তি।..

যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মামা-ভাগ্নের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের তিনজন আহত হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন মৃত মহর আলী খানের ছেলে মোসারেফ খান (৫৯), সাজ্জাদ হোসেনের ছেলে শান্ত (৩২) ও অন্তু (২৯) তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে বসুন্দিয়া ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। ভাগ্নেরা তাদের মা ও খালাদের পৈত্রিক সম্পত্তির অংশ চাইলে, মামা পক্ষ তাতে আপত্তি জানান। এক পর্যায়ে কথাকাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি ও মারামারি ঘটন। সংঘর্ষে দুই পক্ষের তিনজনই আহত হন।

আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থা এখন আশঙ্কামুক্ত।

Ingen kommentarer fundet