close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

যশোরে হত্যা চেষ্টায় হামলা, গুরুতর আহত যুবক (১)

সালমান বিশ্বাস  avatar   
সালমান বিশ্বাস
যশোরে হত্যা চেষ্টায় হামলা, গুরুতর আহত যুবক (১)

যশোর শহরের বারান্দি পাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বারান্দি পাড়া মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


আহত যুবকের নাম গোলাম রসুল (৩০)। তিনি নিশার উদ্দিনের ছেলে এবং যশোর শহরতলীর বারান্দারী মোল্লাপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মোল্লাপাড়া এলাকার আমিন তার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি তপু ও সজীবকে নিয়ে গোলাম রসুলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।


পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত যশোরের একটি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

לא נמצאו הערות


News Card Generator