close

লাইক দিন পয়েন্ট জিতুন!

যশোরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মী আটক..

সালমান বিশ্বাস  avatar   
সালমান বিশ্বাস
যশোরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মী আটক..

যশোরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে মঙ্গলবার ও বুধবার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সাইবার ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় তাদের আটক করে কোতোয়ালি ও শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মোহাম্মদ আলী।

এক দিনই আটককৃতদের কোতোয়ালি ও শার্শা থানার বিভিন্ন মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। 

আটককৃতরা হলেন, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলার পাতিবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মেম্বার বিশারত হোসেন শেখ বিশে, সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের বাসিন্দা ও আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল, সদর উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পাকদিয়া গ্রামের হোসেন আলী, চাঁচড়া রায়পাড়ার বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, চাঁচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, সদর উপজেলার গোয়ালদহ গ্রামের তেঁতুলতলার মৃত মাহাতাব বিশ্বাসের ছেলে ইয়াছিন বিশ্বাস, শার্শা উপজেলার কাজীরবেড় গ্রামের মৃত বাবর আলীর ছেলে মোশারফ হোসেন, শিকারপুর গ্রামের মেটেপাড়ার ইউনুস আলী মোড়লের ছেলে শিল্পী রহমান, আমলাই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শামসুজ্জামান বুলু, খলশি গ্রামের সিদ্দিকুর রহমান, ঝিকরগাছার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, গৌরসুটি গ্রামের আজগর আলী, শুকুরখোলা গ্রামের নুর ইসলাম এবং মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দুর্গাপুর গ্রামের সাইফুর রহমান অভি, বাঘারপাড়া উপজেলার দয়রামপুর গ্রামের আব্দুল্লাহ আল মামুন, নারিকেলবাড়িয়ার সুরঞ্জিত অধিকারী, রাধানগরের আলমগীর হোসেন, অভয়নগরের চেঙ্গুটিয়ার শহিদুল ইসলাম।

যশোর ডিবির ওসি মোহাম্মদ আলী জানান, অপরাধীদের ধরতে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Ingen kommentarer fundet


News Card Generator