close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

যশোর চৌগাছায় অভিনব কায়দায় ভ্যান চুরি করতে গিয়ে জনতার হাতে চোর আটক..

সালমান বিশ্বাস  avatar   
সালমান বিশ্বাস
যশোর চৌগাছায় অভিনব কায়দায় ভ্যান চুরি করতে গিয়ে জনতার হাতে চোর আটক

যশোর চৌগাছা ১নং ফুলসারা ইউনিয়নে সলুয়া হাসেমমোড় নামক স্থানে জনতার হাতে ভ্যান চোর আটক হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) রাত আট ঘটিকায় অভিনব কায়দায় ভ্যানচালক মাহাতাব গাজী (৬০), পিতা- মৃতঃ আরশাদ গাজী, সাং- দোগাছিয়া, আহসান নগর, থানা- কোতোয়ালি, জেলা-যশোর কে সদর থেকে চৌগাছা সলুয়া আসার কথা বলে ভ্যান ভাড়া করে নিয়ে আসেন।
 পরবর্তীতে সলুয়া টু কায়েমকোলা রোডে ফাকা জায়গায় ভিকটিম কে এলোপাতাড়ি মারধর করে মাথায় আঘাত করেন। 

আটক ব্যক্তিরা হলেন,জাহিদুল ইসলাম জাহিদ (৩২), পিতা- মৃতঃ আজাদ হোসেন, সাং- দোগাছিয়া,থানা- কোতোয়ালি, জেলা-যশোর সহ অজ্ঞাতনামা ১ জন।


ভিকটিম আহত হয়ে পড়লে স্থানীয় লোকজন দেখতে পেয়ে এগিয়ে এসে অভিযুক্ত একজন কে আটক করেন। অপর জন ভ্যান ফেলে দৌড় দিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে চলে যান। 

স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হসপিটালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক।

 উক্ত ঘটনার সংবাদ চৌগাছা থানা পুলিশকে অবগত করলে থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেন এবং আসামিকে গ্রেফতার করেন

لم يتم العثور على تعليقات


News Card Generator