যশোরের চৌগাছা ১ নং ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামে দুই গ্রুপের হামলায় বাবা ও ছেলে আহত হয়েছেন। তারা হলেন আফরা গ্রামের রুস্তম আলী (৫০) ও তার ছেলে নাইমুজ্জামান সোহরাব (২৩)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, গ্রামে পাওয়ারটিলার চালানোকে কেন্দ্র করে রুস্তম আলীর সাথে রেজা নামে এক যুবকের বিরোধ হয়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে রুস্তম আলী সলুয়া চাঁন্দা আফরা মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় স্থানীয় সোহাগ, কটা, জহুরুলসহ অজ্ঞাত ৭/৮ জন তাকে পিটিয়ে জখম করেন। এ সময় তার ছেলে সোহরাব বাধা দিতে গেলে হামলাকারীরা তাকেও পিটিয়ে জখম করেন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
গ্রামবাসীর এক পক্ষ জানান,রোস্তমরা তিন বাপ বেটা আফরা মোড় থেকে একটা টিলার ম্যাশিং চুরি করেছে, সকালে রোস্তমের বাড়িতে কমিটিরা সেটা আদায় করতে গেলে তারা ইকবাল নামের একজনকে খুব মারধোর করে হসপিটালের পাঠায়।পরে ১২:৩০ দিকে কমিটির নিদ্যেশে, তাদের চোর হিসাবে মারধর করা হয়।
এখনো টিলার রোস্তমের বাড়ির ওঠানে পড়ে আছে, যেটার সাক্ষী পুলিশ।এটা কোনো পক্ষ নাহ চোর মারা হয়েছে।



















