close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

যশোর চৌগাছায় বেড়াতে এসে পুকুরে ডুবে হাফেজের মৃত্যু

সালমান বিশ্বাস  avatar   
সালমান বিশ্বাস
যশোর চৌগাছায় বেড়াতে এসে পুকুরে ডুবে হাফেজের মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরে ডুবে মো. আব্দুল্লাহ (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে উপজেলার ০৭নং পাতিবিলা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
​নিহত আব্দুল্লাহ ঢাকার নারায়ণগঞ্জ এলাকার আব্দুল গনির ছেলে। সে ঢাকার উত্তরার 'তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা'র ৮ম শ্রেণির ছাত্র এবং একজন হাফেজ ছিল।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ কয়েকদিন আগে নেয়ামতপুর গ্রামে তার দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার দুপুরে গ্রামের ওমর গাজীর পুকুরে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ তার সন্ধান না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।


​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
​নিহত আব্দুল্লাহর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তার মরদেহ চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
​চৌগাছা থানার এসআই মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Nessun commento trovato


News Card Generator