close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জনতার হাতে আটক যুবলীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জনতার হাতে আটক যুবলীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে লোহাগাড়া থানা এলাকায় জড়ো হয়েছেন স্থানীয়রা। তারা এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের শাস্তি দাবি করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার ভোরে উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলাবাজার এলাকায় জনতার হাতে আটক হন সাইফুল ইসলাম সজীব। পরে তাকে মারধর করে সকাল ৮টার দিকে লোহাগাড়া থানায় এসে বুঝিয়ে দেয় স্থানীয়রা। থানায় আনার পর তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণের আশ্বাস দেয় পুলিশ। মাঈনুদ্দিন হাসান নামে একজন বলেন, আমরা থানা থেকে সরে যাওয়ার কিছুক্ষণ পরই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কারণ মারধরের কারণে তিনি পায়ে ব্যথা পেয়েছেন। এ কারণে পালিয়ে যাওয়ার মত শারীরিক সক্ষমতা নেই। হয়তো পুলিশ তাকে থানার পেছন দিক দিয়ে ছেড়ে দিয়েছে। অথবা একটা গাড়ি দিয়ে তাকে থানা থেকে বের করে দিয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের সোর্স হওয়ার কারণে তাকে হয়তো এ সুযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় আমরা থানার ওসির অপসারণ দাবি করছি। পুলিশের একজন কর্মকর্তা বলেন, অভিযুক্ত যুবলীগ নেতাকে আটক করার জন্য পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।
Keine Kommentare gefunden


News Card Generator