close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

জমি ফিরে পেলেন মালিকরা

Imran Hossain avatar   
Imran Hossain
****

দীর্ঘদিন হয়রানি শেষে সালিশী রোয়েদাদ প্রচারের মাধ্যমে চট্টগ্রামের আনোয়ারায় ৭১ শতক জমি ফিরে পেয়েছে জমির প্রকৃত মালিকরা। মঙ্গলবার সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক দেয়াঙ বাজারে উভয় পক্ষের উপস্থিতিতে সালিশী রোয়েদাদ প্রচারের মাধ্যমে প্রকৃত মালিকদের জমির দলিলপত্র হন্তান্তর করেন সালিসী ট্রাইব্যুানালের সালিসকাররা।

এসময় সালিসী ট্রাইব্যুানালের সালিসকার অমর সেন, স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মোহাম্মদ ইদ্রিছ, সাবেক ইউপি সদস্য কেরামত আলী, অপুর কান্তি, স্থানীয় নাজিম উদ্দিন, আবু তৈয়বসহ স্থানীয়রা।

এরআগে ২০২৩ সালে চট্টগ্রামের আনোয়ারায় চাতরী ইউনিয়নের রাজছিলা ফকিরের মাজারের পূর্বপাশে উত্তর গুয়াপঞ্চক এলাকার মৃত আমির হোসাইনের পুত্র মোহাম্মদ হোসাইনের ক্রয়কৃত ৭১ শতক ফসলি জমিতে মাটি ফেলে দখলের নেওয়ার অভিযোগ উঠে। এ ঘটনায় ভূক্তভোগী জমির মালিক কাজী মৌ. জাকের হোসাইন আনসারী ১৬ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরও করেন।

জমির মালিক কাজী জাকের হোসাইন আনসারী বলেন, আমার বড়ভাই মোহাম্মদ হোসাইন ১৯৮২ সালে আমাদের ৬ ভাইয়ের নামে ৭১ শতক জমি ক্রয় করেন। সে থেকে আমরা জমিটিতে ভোগ দখল ও চাষাবাদ করে আসছি। ২০২২ সালের দিকে একই এলাকার স্থানীয় মৃত যাত্রা মোহন দে ওয়ারিশরা তথ্য গোপন করে ওই জমির নামজারী খতিয়ান সৃজন করে চাতরী এলাকায় সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম চৌধুরীর কাছে বিক্রি বায়না করেন। এরপর থেকে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। দীর্ঘদিন পর দীর্ঘদিন হয়রানি শেষে আদালতের আর্দেশ এবং সালিশী রোয়েদাদ প্রচারের মাধ্যমে আমাদের জমি আমরা ফিরে পেলাম। এতে খুবই আনন্দিত।

没有找到评论


News Card Generator