close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঝালকাঠিতে মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
****

“মহান মে দিবস, ২০২৫ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত”

আজ, ১লা মে ২০২৫ খ্রিষ্টাব্দে "শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে 'মহান মে দিবস' এবং 'জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫' উপলক্ষ্যে ঝালকাঠি জেলা প্রশাসন এর উদ্যোগে এক বর্নাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়, ঝালকাঠি থেকে শুরু হয়ে সহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি, ঝালকাঠি প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি, ঝালকাঠিতে 'মহান মে দিবস' এবং 'জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫'  উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার সম্মানিত জেলা প্রশাসক (যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আশরাফুর রহমান, ঝালকাঠি মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার  জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঝালকাঠি মহোদয়।

এসময় ঝালকাঠি জেলা পুলিশ ও  বিভিন্ন সরকারি দপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং শ্রমিক-মালিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No se encontraron comentarios