ঝালকাঠিতে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত।

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
ঝালকাঠির সকল উপজেলা নলছিটি, ঝালকাঠি সদর,রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা পালিত হয়েছে।..

আজকে সকাল ৯ :০০ ঘটিকায় জেলা প্রশাসকের 
কার্যালয়ের সামনে শতকন্ঠে "জাতীয় সংগীত " ও " এসো হে বৈশাখ " অনুষ্ঠিত হয়েছে।এরপরে  বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রার কর্মসূচি বাস্তবায়ন। সর্বশেষ ওহাব গাজী শিশু বিদ্যালয় মাঠের শিশু পার্কে " লোকজ মেলা" " হাডুডু খেলা" " সাংস্কৃতিক অনুষ্ঠান" সহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

 নলছিটি উপজেলায় উপজেলা প্রশাসন আয়োজন করেন  বর্ষবরণ অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রা। এই অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম। বহু আয়োজন ছিল বলে জানা যায়। 

রাজাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে বর্ষবরন ও আনন্দ শোভাযাত্রা।এতে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজাপুর।সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বহু আয়োজন ছিল রাজাপুরে।

ঝালকাঠির কাঁঠালিয়াতে  শুভ নববর্ষ -১৪৩২
বাংলা নববর্ষ উপলক্ষে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক পিঠা পুলি সহ বিভিন্ন মুখরোচক খাবারের স্টল দেওয়া হয়। সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ কর্তৃক স্টল 'রূপসী বাংলা পিঠা কর্নার' এর কেক কাটেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জহিরুল ইসলাম মহোদয়,সাথে ছিলেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ ছিদ্দিকুর রহমান, ইউএনও , শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

এছাড়াও বিভিন্ন স্থানে শতবছরের ঐতিহ্য এর মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎযাপন, ঘোড়ার দৌড়  এর আয়োজন । 



לא נמצאו הערות