close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ঝালকাঠিতে ভাতিজীকে সৎ চাচার বিরুদ্ধে হত্যার অভিযোগ

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে শাবল দিয়ে মাদ্রাসা ছাত্রী লামিয়া আক্তার (১৪) কে হত্যার অভিযোগ সৎ চাচার বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় আওরাবুনিয়া এর উত্তর চড়াইল গ্রামে এ..

ঝালকাঠির কাঠালিয়ায় মাত্র ১৭০ টাকা চুরির অপবাদ ও পারিবারিক কলহের জেরে এক মাদ্রাসা শিক্ষার্থীকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ চাচার বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর চড়াইল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম লামিয়া আক্তার (১৪)। এই ঘটনায় নিহতের মা লিলি বেগম (৪৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​ নিহত লামিয়া আক্তার উত্তর চড়াইল গ্রামের মৃত মহারাজ খানের মেয়ে এবং উত্তর চড়াইল হাসেমিয়া বালিকা দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ঘাতক জাকির হোসেনের (৫৫) সাথে তার মৃত ভাইয়ের স্ত্রী লিলি বেগম ও ভাতিজি লামিয়ার পারিবারিক বিরোধ চলছিল।

​মঙ্গলবার বিকেলে ১৭০ টাকা চুরির তুচ্ছ অভিযোগ তুলে লিলি বেগমের সাথে বিবাদে জড়ায় জাকির। তর্কের এক পর্যায়ে জাকির হোসেন লোহার শাবল দিয়ে লিলি বেগমকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এসময় মাকে বাঁচাতে এগিয়ে এলে ঘাতক চাচা লামিয়াকেও নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে।

​ গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লামিয়াকে মৃত ঘোষণা করেন। লিলি বেগম বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত ঘাতক জাকির হোসেনকে আটক করেছে পুলিশ। সে উত্তর চড়াইল গ্রামের মৃত মুনসুর আলী খানের ছেলে।

​কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, "শিক্ষার্থী লামিয়া হত্যার ঘটনায় মূল অভিযুক্ত জাকির হোসেনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

Keine Kommentare gefunden


News Card Generator