"জাতীয় স্মৃতিসৌধে বিজয়ের সাজ: রঙ-তুলির ছোঁয়ায় প্রস্তুতি তুঙ্গে"

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জাতীয় স্মৃতিসৌধে চলছে বিজয় দিবসের জমকালো প্রস্তুতি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ সাজছে নতুন সাজে। ধুয়ে-মুছে পরিষ্কার করার পা
জাতীয় স্মৃতিসৌধে চলছে বিজয় দিবসের জমকালো প্রস্তুতি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ সাজছে নতুন সাজে। ধুয়ে-মুছে পরিষ্কার করার পাশাপাশি রঙ তুলির নান্দনিক আঁচড়ে সৌধের সৌন্দর্য বহুগুণ বাড়ানো হচ্ছে। সাথে বিভিন্ন রঙের ফুলগাছ ও সবুজ উদ্ভিদের শোভায় পূর্ণ হয়ে উঠছে পুরো প্রাঙ্গণ। কেবল বাহ্যিক সাজসজ্জাই নয়, লেক সংস্কার, সীমানা প্রাচীর মেরামত, এবং স্থাপনার রক্ষণাবেক্ষণ কাজও চলছে পুরোদমে। পাশাপাশি সিসি ক্যামেরা ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হচ্ছে। বিজয় দিবসের প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি। এরপর স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল নামবে। হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বেদী ভরে উঠবে রঙিন ফুলে। স্মৃতিসৌধ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বিভিন্ন দলে ভাগ হয়ে কাজ করছেন কর্মীরা। কেউ দেয়ালে রঙ করছেন, কেউ ইট ও কাঠামোর মেরামত করছেন। ঝাড়ু দিয়ে ধুলাবালি পরিষ্কার করা, পানি দিয়ে ধোয়া-মোছার কাজও চলছে একসাথে। কেউবা সৌধ প্রাঙ্গণের সবুজ উদ্ভিদের পরিচর্যায় ব্যস্ত। অন্যদিকে, লেখা বসানো এবং ইলেকট্রিক লাইনের কাজও চলছে দ্রুতগতিতে। সবকিছু ঠিকঠাক থাকলে স্মৃতিসৌধে বিজয় দিবসের আয়োজন হবে আরও বর্ণাঢ্য ও স্মরণীয়। শহীদদের স্মরণে, আর বিজয়ের মাহাত্ম্য উদযাপনে এই প্রস্তুতি প্রাঙ্গণজুড়ে এনে দিয়েছে উদ্দীপনার ছোঁয়া। জাতির এই গৌরবোজ্জ্বল দিনে স্মৃতিসৌধে ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদী, আর জাতি জানাবে তার সর্বোচ্চ শ্রদ্ধা ও ভালোবাসা।
No se encontraron comentarios