close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ভর্তি ফরম জমা ১৬ জুলাইয়ের মধ্যে..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি কার্যক্রমে সময়মতো ফরম না জমা দিলে বাতিল হতে পারে ভর্তি। ১৬ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ফরম জমা ও ক্লাস শুরু ২১ জুলাই।..

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রথম মেধাতালিকায় সুযোগ পাওয়া শিক্ষার্থীদের আগামী ১৬ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভর্তি ফরম জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়সীমার বাইরে আবেদন করলে কিংবা দ্বৈত ভর্তি থাকলে ভর্তি বাতিল হয়ে যাবে — এমন কঠোর বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২৬ জুন প্রথম মেধাতালিকা প্রকাশিত হবে এবং এই তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২১ জুলাই থেকে।

অনলাইনে ভর্তি ফরম পূরণ ও সংগ্রহ (প্রিন্ট/পিডিএফ):
২৮ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত সময় পাবেন শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে Applicant Login > Honours Login-এ গিয়ে Application ID ও পিন দিয়ে লগইন করে ফরম পূরণ করতে হবে।

ভর্তি ফি জমা (৫৬৫ টাকা):
২৯ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে মোবাইল ব্যাংকিং বা সরাসরি ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে।

কলেজ কর্তৃক ভর্তি নিশ্চিতকরণ:
২৯ জুন থেকে ২০ জুলাইয়ের মধ্যে কলেজগুলোকে শিক্ষার্থীর সকল তথ্য যাচাই করে ভর্তি চূড়ান্ত করতে হবে।

দ্বৈত ভর্তি করলে রেজিস্ট্রেশন বাতিল

যদি কোনো শিক্ষার্থী ইতোমধ্যে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অন্য কোনো কোর্সে ভর্তি হয়ে থাকেন, তবে ৩ জুলাইয়ের মধ্যে অবশ্যই সেই ভর্তি বাতিল করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণ করতে হবে। অন্যথায়, দ্বৈত ভর্তির কারণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তার রেজিস্ট্রেশন সম্পূর্ণ বাতিল হয়ে যাবে।

প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থী চাইলে ভর্তি ফরমে নির্ধারিত ঘরে ‘Yes’ অপশন সিলেক্ট করে বিষয় পরিবর্তনের অনুরোধ জানাতে পারেন। শূন্য আসন থাকলে মেধার ভিত্তিতে পছন্দের বিষয়ে পরিবর্তন হবে।

কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীর ফরমে প্রদর্শিত তথ্য ও ছবির যথাযথতা যাচাই করে ভর্তি নিশ্চিত করতে হবে। কোনো তথ্য অসঙ্গত হলে তাৎক্ষণিকভাবে স্নাতক পূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন বরাবর লিখিতভাবে জানাতে হবে।

২১ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত Pay Slip ব্যবহার করে রেজিস্ট্রেশন ফি (৫৬৫ টাকা) যেকোনো সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে। Pay Slip-এ উল্লেখ থাকবে সঞ্চয়ী হিসাব নম্বর: 0218100000134।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি কার্যক্রমে সময়ের প্রতি কঠোর মনোযোগ দিতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে সব কার্যক্রম শেষ না করলে ভর্তির সুযোগ হারানোর পাশাপাশি পুরো শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে। তাই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, সব কিছু সময় মতো সম্পন্ন করে নিশ্চিত করুন নিজেদের ভবিষ্যৎ।

Aucun commentaire trouvé