close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ইসরাইলের বিরুদ্ধে ‘ট্রু প্রমিজ-৩’ চালাতে প্রস্তুত ইরান

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইরান হুঁশিয়ারি দিয়েছে—ইসরাইল যদি আবারও আগ্রাসন চালায়, তাহলে ‘ট্রু প্রমিজ-৩’ অভিযানে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। ইরানের সেনাপ্রধান জানিয়েছেন, এবারকার প্রতিক্রিয়া আরও বিধ্বংসী হবে, যা ইসরাইল ও তার মিত্র..

ইরান হুঁশিয়ারি দিয়েছে—ইসরাইল যদি আবারও আগ্রাসন চালায়, তাহলে ‘ট্রু প্রমিজ-৩’ অভিযানে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। ইরানের সেনাপ্রধান জানিয়েছেন, এবারকার প্রতিক্রিয়া আরও বিধ্বংসী হবে, যা ইসরাইল ও তার মিত্রদের জন্য ভয়াবহ বার্তা বহন করবে।


পূর্ণাঙ্গ নিউজ রিপোর্ট (Minimum 2 পৃষ্ঠা)

তেহরান থেকে বিশেষ প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যদি ইসরাইল আবারও কোনো ধৃষ্টতা দেখায়, তাহলে ইরান ‘ট্রু প্রমিজ-৩’ নামক একটি বিধ্বংসী সামরিক প্রতিক্রিয়া দিতে সম্পূর্ণ প্রস্তুত।

সোমবার তেহরানে একটি সামরিক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুসাভি বলেন, “জায়োনিস্ট শাসনব্যবস্থা ইরানের গৌরব বা মর্যাদা ক্ষুণ্ণ করার ক্ষমতা রাখে না। ইরানের সামরিক শক্তি এখন এমন এক স্তরে পৌঁছেছে, যা ইসরাইল এবং তার পশ্চিমা মিত্রদের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে সক্ষম।”

তিনি আরও বলেন, “নারী ও শিশু হত্যাকারী ইসরাইল এমন প্রতিক্রিয়া সহ্য করার মতো অবস্থায় নেই। তাদের নিজেদের নেতারাও জানে, এই ধরনের ভুল সিদ্ধান্তের মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু ইসরাইলের বর্তমান নেতৃত্ব যেহেতু নির্বোধ ও নৃশংস, তাই নতুন কোনো হামলার আশঙ্কা থেকেই যায়।”

ইতিহাস পুনরাবৃত্তি হতে চলেছে?

ইরান অতীতে ইসরাইলের আগ্রাসনের জবাবে ‘অপারেশন ট্রু প্রমিজ-ওয়ান’ এবং ‘ট্রু প্রমিজ-টু’ নামে দুটি প্রতিশোধমূলক সামরিক অভিযান চালিয়েছিল। ওই অভিযানে ইরানের সেনাবাহিনী শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং গোয়েন্দা স্থাপনাগুলোতে সুনির্দিষ্ট আঘাত হানে।

ইরানি প্রতিরক্ষা দপ্তর জানায়, তখন কেবলমাত্র সামগ্রিক সামরিক সক্ষমতার একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করা হয়েছিল। এবার ‘ট্রু প্রমিজ-৩’ চালানো হলে, তা হবে এক ভয়াবহ শক্তির প্রকাশ, যা বিশ্বজুড়ে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করছে।

সার্বিক প্রস্তুতির বার্তা

মুসাভি বলেন, “আমরা প্রতিটি মুহূর্ত প্রস্তুত আছি। ইসরাইল যদি আবার আগ্রাসন চালানোর জন্য ব্যাকুল হয়, তাহলে আমরা আরেকটি ট্রু প্রমিজ চালানোর জন্যও ব্যাকুল।”

বিশ্লেষকদের মতে, এই বার্তাটি কেবল ইসরাইলের জন্যই নয়, বরং আমেরিকা ও ইউরোপীয় মিত্রদের দিকেও একটি কৌশলগত বার্তা—ইরান আর পিছু হটবে না।

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতি

ইরান ও ইসরাইলের মধ্যে দীর্ঘদিন ধরে বৈরি সম্পর্ক বিরাজ করছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের পূর্বাভাস দিচ্ছে। এই পরিস্থিতি শুধু অঞ্চল নয়, গোটা বিশ্বের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ব প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ অনিশ্চয়তা

বিশ্ব শক্তিগুলো ইতোমধ্যে সতর্ক বার্তা দিচ্ছে—মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের সূচনা হলে তা ইউক্রেন যুদ্ধের মতোই বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার জন্য মারাত্মক প্রভাব ফেলবে।
তবে ইরান দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে, তারা নিজেদের স্বাধীনতা ও মর্যাদার প্রশ্নে কোনো আপস করবে না।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator