তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা এমন কোনো ঘটনার খবর জানে না। আইডিএফ-এর পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের কোনো যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর আমাদের কাছে নেই।
এর আগেও ইরান এ ধরনের দাবি করেছিল, তবে সেগুলোকে ইসরায়েল ‘ভুয়া খবর’ বলে প্রত্যাখ্যান করেছিল।
ঘটনার সময়, ১৩ জুন তারিখে ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমানগুলো ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নেয়। যদিও এ আক্রমণ ইরানের পক্ষে ব্যাপক ক্ষতির কারণ হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন, তবু ইরান নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে এ ধরনের দাবি করছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা এখনও নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।



















