ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পরাজিত হয়েছিলেন। সেই সময় নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে।
২০২৩ সালের ১৯ আগস্ট সরকার এক আদেশে শেখ ফজলে নূর তাপসসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে। একই সঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়।
ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করার পরপরই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম নিজের সংসদ সদস্য (এমপি) পদ ফিরে পাওয়ার দাবি করেছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) এক ফেসবুক স্ট্যাটাসে হিরো আলম লেখেন,
"যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, তাহলে হিরো আলমের ঢাকা-১৭, বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।"
তার এই দাবির পর নেটিজেনদের ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন। কেউ কেউ বলছেন, "ইশরাক যদি মেয়র হতে পারেন, তাহলে হিরো আলম কেন নয়?"
এর আগে হিরো আলম ঘোষণা দিয়েছিলেন যে তিনি আর রাজনীতিতে নেই। তিনি কোনো দলে যোগ দেবেন না এবং ভবিষ্যতে নির্বাচনেও অংশ নেবেন না। তবে নতুন করে এমপি পদ দাবি করে তিনি আবার আলোচনায় এলেন।