close
  
  
         
লাইক দিন পয়েন্ট জিতুন!
					বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমাম হাসান হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে আন্দোলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
এসময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে প্রায় কয়েক কিলোমিটারের যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে এই আন্দোলন চলমান রয়েছে।
আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২০ জুলাই শনির আখড়ার কাজলা এলাকায় পুলিশের গুলিতে  ইমাম হাসান তাইম নিহত হন। নিহত ইমাম (১৯) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী এম ডব্লিউ কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ছিলেন।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানিয়েছেন,আমরা ঘটনাস্থলে আছি। আন্দোলনকারীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছি।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				Aucun commentaire trouvé
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			