ঈদে সাত ছবির ধামাকা, শাকিব, রাজ, শুভ থেকে শুরু করে বাঁধন ও বুবলী—কার সিনেমা মাতাবে প্রেক্ষাগৃহ?
বাংলাদেশে ঈদ মানেই নতুন সিনেমার মুক্তির উৎসব। দীর্ঘ বিরতির পর প্রেক্ষাগৃহগুলো কিছুটা প্রাণ ফিরে পায় এই সময়েই। দর্শকপ্রিয়তার দিক দিয়ে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ঈদ। আর সে কারণেই নির্মাতা-প্রযোজকরা ঝুঁকে পড়েন ঈদকেন্দ্রিক মুক্তির দিকে। তবে বাস্তব চিত্রটা অনেকটাই হতাশাজনক—সারা বছর সিনেমা হলগুলোতে দর্শকশূন্যতা থাকলেও, ঈদ এলেই সাময়িক রঙ লাগে। নতুন সিনেমার অভাবে প্রেক্ষাগৃহের সংখ্যা কমে এসে ঠেকেছে মাত্র ষাটের ঘরে।
চলতি বছর কুরবানির ঈদ উদযাপিত হবে আগামী ৭ জুন। এ উপলক্ষে প্রথমদিকে ১২টি সিনেমার নাম শোনা গেলেও নানা জটিলতায় শেষ পর্যন্ত টিকে আছে মাত্র সাতটি সিনেমা। এ তালিকায় রয়েছে—‘তাণ্ডব’, ‘টগর’, ‘নীলচক্র’, ‘সর্দারবাড়ির খেলা’, ‘এশা মার্ডার : কর্মফল’, ‘ইনসাফ’ ও ‘উৎসব’।
এদিকে ‘নাদান’, ‘শিরোনাম’ নামের দুটি সিনেমা পিছিয়ে গেছে ঈদ প্রতিযোগিতা থেকে। আর ‘পিনিক’, ‘আলী’ ও ‘গোয়ার’ সিনেমার নির্মাতারা এখনও নিশ্চুপ।
এবারের ঈদে আলোচনার কেন্দ্রবিন্দুতে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। পরিচালনায় রয়েছেন রায়হান রাফী, যিনি তার ভিন্নধর্মী নির্মাণ কৌশল ও গল্প উপস্থাপনার জন্য ইতোমধ্যে আলোচিত।
শাকিবের বিপরীতে অভিনয় করছেন নাটকের জনপ্রিয় মুখ সাবিলা নূর—এটাই তার বড়পর্দায় অভিষেক। এছাড়াও রয়েছেন জয়া আহসান, যার উপস্থিতি সিনেমাটিকে আরও গতি দিয়েছে।
সিনেমার কাহিনী এগিয়েছে একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে। নির্মাতা রায়হান রাফী জানিয়েছেন, “আমরা ঈদেই আসছি—সেই লক্ষ্যেই সব প্রস্তুতি শেষ করেছি। দুই একদিনের মধ্যে সেন্সরে জমা দেব।
সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ ইতোমধ্যে প্রচার-প্রচারণায় সবার নজর কেড়েছে। অভিনয়ে আছেন তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম ও শরিফুল রাজ।
এ সিনেমার মাধ্যমে ফারিণ প্রথমবারের মতো ফর্মুলা সিনেমায় নায়িকা হিসেবে আসছেন। আর মোশাররফ করিমও তার প্রথম সিনেমাতে নেতিবাচক চরিত্রে দেখা দেবেন।
নির্মাতা জানালেন, “সমাজ ও বিচারের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এই সিনেমায়। দর্শক বুঝতে পারবেন, সত্যিকার ‘ইনসাফ’ পেতে গেলে কী ধরনের সংগ্রাম করতে হয়।
পোস্টার, টিজার এবং দুইটি গান প্রকাশ হয়েছে ইতোমধ্যে, ট্রেলারও খুব শিগগির আসছে।
আসছে ‘নীলচক্র’—মিঠু খানের পরিচালনায়, যার বিশ্বপ্রিমিয়ার হয়েছে আমেরিকান ফিল্ম মার্কেটে। আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীর এই সিনেমার মূল থিম সাইবার ক্রাইম।
নির্মাতা বলেন, “আমরা ফেব্রুয়ারিতেই সেন্সর পেয়েছি। পরিবেশকরা আশাবাদী। ঈদের প্রথম সপ্তাহে সিনেপ্লেক্সে, পরবর্তীতে সিঙ্গেল স্ক্রিনে দেখানো হবে।”
এই সিনেমায় আধুনিক অপরাধচিত্র আর বাস্তবতা মিলিয়ে দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নির্মাতা।
আলোক হাসানের পরিচালনায় ‘টগর’ সিনেমায় জুটি বেঁধেছেন আদর আজাদ ও পূজা চেরী। অ্যাকশন ও থ্রিলারধর্মী গল্পে তৈরি এ সিনেমার পোস্টার, টিজার এবং গান ইতোমধ্যে প্রকাশিত।
নির্মাতা জানান, “আমরাই সবার আগে ঈদে আসার ঘোষণা দিয়েছিলাম। তখন ভাবিনি এতগুলো সিনেমা একসাথে মুক্তি পাবে। তবে আমাদের প্রস্তুতি অনেক আগে থেকেই।
আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার: কর্মফল’ একটি থ্রিলারধর্মী পুলিশ ইনভেস্টিগেশন গল্প। তিনটি মেয়ের খুনের তদন্ত ঘিরে সিনেমার কাহিনী আবর্তিত।
নির্মাতা সানী সানোয়ার বলেন, “দুটি দৃশ্যের কাজ বাকি থাকায় আমরা আগে মুক্তি দিতে পারিনি। এবার ঈদের জন্য সম্পূর্ণ প্রস্তুত।”
বাঁধনের পুলিশ চরিত্রে অভিনয় দর্শকদের জন্য হবে এক নতুন চমক।
শবনম বুবলী অভিনীত সরকারী অনুদানপ্রাপ্ত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’ পরিচালনা করেছেন রাখাল সবুজ। বুবলীর বিপরীতে দেখা যাবে জিয়াউল রোশানকে।
প্রথমে সিনেমাটির নাম ছিল ‘পুলসিরাত’। সেন্সর ছাড়পত্র পেয়েছে, পোস্টার প্রকাশিত হয়েছে, শিগগিরই গান ও টিজারও আসবে।
নির্মাতা তানিম নূরের ‘উৎসব’ এক ঝাঁক নাট্যশিল্পী এবং নব্বই দশকের তারকাদের নিয়ে তৈরি সিনেমা। দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন জাহিদ হাসান।
এছাড়া রয়েছেন অপি করিম, সাদিয়া আয়মান প্রমুখ। নির্মাতা বলেন, “ঈদ মানেই উৎসব। তাই উৎসবকে ঘিরেই সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।”
এবারের ঈদে দর্শকরা পাচ্ছেন অ্যাকশন, থ্রিলার, সাইবার ক্রাইম, সামাজিক বার্তা ও রহস্যে ভরা সাতটি ভিন্ন স্বাদের সিনেমা। তবে কে বাজিমাত করবে বক্স অফিসে—তা নির্ভর করছে গল্পের গভীরতা, তারকার আকর্ষণ এবং সর্বোপরি প্রচারণার কৌশলের ওপর। ঈদের সিনেমা যুদ্ধে আপনি কাকে এগিয়ে রাখছেন?