ইয়াবাসহ তিন মাদককারবারি ফকিরহাট থেকে গ্রেপ্তার

MD ABDULLAH avatar   
MD ABDULLAH
ইয়াবাসহ তিন মাদককারবারি ফকিরহাট থেকে গ্রেপ্তার

ইয়াবাসহ তিন মাদককারবারি ফকিরহাট থেকে গ্রেপ্তার

মোঃ আব্দুল্লাহ জেলা প্রতিনিধি,খুলনা

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন মাদককারবারিকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ আশিক রেজা ও এস আই মোঃ শিবলী নোমানীসহ পুলিশের একটি দল কাটাখালী মোড়স্থ খুলনা-মোংলা মহাসড়কের পাশে জিয়া হোটেলের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানে খুলনা সদর শেরেবাংলা রোডের মৃত আ: মান্নানের ছেলে মাদককারবারি ইব্রাহিম খলিল (৪০), উপজেলার মূলঘর এলাকার সরদার আজিজুর রহমানের ছেলে এসএম শারাফাত হাসান(৩৭) এবং খুলনা সোনাডাঙ্গা শেরেবাংরা রোড এলাকার মৃত আজগর আলীর ছেলে মোঃ সাব্বীর আলী (৩২), কে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের নিকট থেকে মোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে।

没有找到评论