close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

হঠাৎ সৌরভ গাঙ্গুলির বাড়িতে কেন সারা-আদিত্য?

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বৃহস্পতিবার রাত ১১টায় বলিউড তারকা সারা আলি খান ও আদিত্য রায় কাপুরকে সৌরভ গাঙ্গুলির বাড়ি থেকে বের হতে দেখা যায়। কলকাতায় হঠাৎ এই উপস্থিতির নেপথ্যে কী? নৈশভোজ, স্মৃতি আর ভালোবাসার গল্পে ভরা এক অনন্য সন্ধ..

কলকাতার একান্ত নৈশকাল। চারপাশ যখন নিস্তব্ধতায় ডুবে, ঠিক তখনই চোখে পড়ে এক চমকপ্রদ দৃশ্য—সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বাড়ি থেকে বের হচ্ছেন বলিউডের দুই প্রথম সারির তারকা, সারা আলি খান ও আদিত্য রায় কাপুর। সময় তখন প্রায় রাত ১১টা। চারদিকে ক্যামেরার ঝলকানি, কৌতূহলী জনতার ফিসফাস, আর একটাই প্রশ্ন—"এরা এখানে হঠাৎ কেন?

প্রথমে মনে হতে পারে কোনো ব্যক্তিগত আমন্ত্রণে এসেছেন। কিন্তু আদিত্য রায় কাপুর নিজেই খোলাসা করলেন বিষয়টি।
"আমরা এখানে এসেছি আমাদের নতুন সিনেমা ‘মেট্রো... ইন দিনো’-এর প্রচারে। সৌরভ দাদার সঙ্গে দেখা করতে পেরে আমরা সত্যিই সম্মানিত। উনি ক্রিকেটের এক জীবন্ত কিংবদন্তি। ২২ গজের অনেক অজানা গল্প শুনলাম। শরীর শিউরে উঠছিল শুনতে শুনতে," বললেন আদিত্য।

আর সারা আলি খান তো জানিয়ে দিলেন, ক্রিকেট যেন তাঁর রক্তে।
"আমার দাদু মনসুর আলি খান পতৌদি একজন কিংবদন্তি ক্রিকেটার ছিলেন। আর ঠাকুমা শর্মিলা ঠাকুরের সঙ্গে সৌরভ দাদার পারিবারিক সম্পর্কের কথা শুনে মন ভরে গেল," বললেন সারা।
তিনি আরও যোগ করলেন, "আজ ইডেন গার্ডেনে গিয়েছিলাম। ক্রিকেটার হিসেবে দাদুকে নিয়ে নানা স্মৃতির গল্প শুনেছি। আর তাঁর বাড়ির খাবার? এক কথায় অপূর্ব। পরিবারটাও দারুণ। খুব আন্তরিক ও অতিথিপরায়ণ।

গাঙ্গুলির আতিথেয়তা যে কতটা হৃদয়স্পর্শী ছিল, সেটি বোঝা যায় সারাদের এই কথায়,
"উনার কাছ থেকে আমার ঠাকুমা আর দাদুর প্রেমকাহিনির গল্প শুনলাম। এ যেন এক নস্টালজিয়া ভরা সন্ধ্যা।

পরিচালক অনুরাগ বসুর নির্মাণে আসন্ন এই ছবিতে ফুটে উঠবে শহুরে জীবনের প্রেম, সম্পর্ক ও বিচ্ছেদের নানা ছায়া। মোট চারটি জুটির গল্পকে কেন্দ্র করে আবর্তিত এই সিনেমায়, সারা ও আদিত্য রয়েছেন একটি দম্পতি চরিত্রে।
অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তারা বলেন,
"অনুরাগ বসুর মতো একজন অসাধারণ পরিচালকের সঙ্গে কাজ করা মানে, নিজের অভিনয় জীবনেও একটা নতুন মাত্রা যোগ হওয়া। তিনি আমাদের যে বিশ্বাস দিয়েছেন, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ।

সৌরভ গাঙ্গুলির বাড়ি মানেই ক্রিকেট ইতিহাসের নিঃশব্দ সঙ্গী। আর সেই জায়গায় বলিউড তারকাদের এভাবে রাতের বেলায় একান্ত নৈশভোজে দেখা মানেই তা হয়ে যায় খবরের শিরোনাম। তবে এই সাক্ষাৎ যেন শুধুই প্রচারণা নয়—এ যেন এক সাংস্কৃতিক, পারিবারিক ও আবেগময় সংযোগের সন্ধ্যা।
সারার কথাতেই যেন তার প্রতিফলন—"এই রাতটা আমি কোনোদিন ভুলবো না।

Geen reacties gevonden


News Card Generator