close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

হঠাৎ সম্পর্ক ছিন্ন! সোনু কক্করের বিস্ফোরক ঘোষণা, নেহার প্রতিক্রিয়ায় রহস্যের ঘনঘটা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নেহা ও টোনি কক্করের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন গায়িকা সোনু কক্কর। তবে কেন এমন সিদ্ধান্ত? নেহার ঘনিষ্ঠদের সঙ্গে উড়াল দেওয়ার বার্তায় কি লুকিয়ে রয়েছে সোনুর প্রতি ঘুরিয়ে জবাব?..

বলিউড সংগীতজগতে কক্কর পরিবার মানেই জনপ্রিয়তার আরেক নাম। নেহা কক্কর, টোনি কক্কর আর সোনু কক্কর—তিন ভাইবোনের গানের জগতে উত্থান একরকম রূপকথার মতোই। কিন্তু সেই রূপকথার মাঝেই যেন এবার জমে উঠেছে পারিবারিক টানাপড়েনের কালো মেঘ।

সম্প্রতি বড় বোন সোনু কক্কর সামাজিক মাধ্যমে এক বিস্ফোরক পোস্টে জানিয়ে দিয়েছেন, তিনি আর নেহা এবং টোনির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না। পোস্টে তিনি লেখেন, "নেহা আর টোনির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম। আমি আর ওদের বোন নই।"

এই কথাগুলো প্রকাশ্যে আসার পর থেকেই হতবাক কক্কর ভক্তরা। তাদের প্রশ্ন, হঠাৎ এমন কী ঘটলো যে, তিন ভাইবোনের এত ঘনিষ্ঠ সম্পর্ক ভেঙে চুরমার হয়ে গেল?

যদিও সোনুর এই ঘোষণার কিছুক্ষণ পরই যেন পাল্টা ইঙ্গিত দিয়ে প্রতিক্রিয়া দেন নেহা কক্কর। ভাই টোনি কক্কর এবং স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে একটি প্রাইভেট জেট বিমানে চড়ার ভিডিও পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, "উড়ে যাচ্ছি আমার প্রিয় মানুষদের সঙ্গে।"

আরেকটি ছবিতে লিখেন, “ফ্যামিলি”।

নেহার এই স্টেটমেন্ট দেখে অনেকেই প্রশ্ন তুলছেন—এই ‘ফ্যামিলি’ শব্দটির মাধ্যমে কী তিনি বুঝিয়ে দিলেন, কারা তার প্রিয়? এবং কারা নয়? তার এই উড়ালযাত্রায় যখন সোনু নেই, তখন কী এটা সোনুকে উদ্দেশ্য করেই ঘুরিয়ে দেওয়া এক জবাব?

এই পরিস্থিতিতে সোনুর পোস্ট আর নেহার প্রতিক্রিয়া একে অপরের পরিপূরক হয়ে যেন আরও বেশি বিভ্রান্তি সৃষ্টি করেছে। তবে এখনো পর্যন্ত তিন ভাইবোনের কেউই কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি, বা গণমাধ্যমের সামনে মুখ খুলেননি।

অনেক ভক্ত ধারণা করছেন, পারিবারিক কোনো ভুল বোঝাবুঝি হয়তো বড় আকার ধারণ করেছে, যার ফলে সোনুর এমন সিদ্ধান্ত এসেছে। আবার কেউ কেউ বলছেন, এটি নিছক আবেগপ্রবণ পোস্ট, যা কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।

তবে সব জল্পনা-কল্পনার মধ্যে একটি বিষয় নিশ্চিত—কক্কর পরিবারে সম্পর্কের সমীকরণে বড় ধরণের পরিবর্তন ঘটেছে, আর সেটি সরাসরি ধরা দিয়েছে ভক্তদের চোখে।

কখনো যাদের একসঙ্গে স্টেজে পারফর্ম করতে দেখা যেত, সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রশংসায় ভাসতে দেখা যেত, আজ তাদের সম্পর্কের এমন ছেঁড়া সুতোগুলো দেখে ভক্তদের মন ভেঙেছে।

এখন দেখার বিষয়, এই সম্পর্ক আদৌ কি আবার জোড়া লাগবে? না কি বলিউডে আরও এক ‘ভাইবোনের বিচ্ছেদ’ ইতিহাস হয়ে থাকবে?

Không có bình luận nào được tìm thấy


News Card Generator