close

লাইক দিন পয়েন্ট জিতুন!

হজ শেষে ফিরেছেন ৬০ হাজার ৫১৩ হাজি

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫১৩ বাংলাদেশি হাজি। চলেছে ফিরতি ফ্লাইটের ব্যস্ততা। মৃত্যু হয়েছে ৪১ জনের। বুলেটিন জানাচ্ছে—বার্ধক্য ও অসুস্থতাই প্রধান কারণ।..

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫১৩ জন বাংলাদেশি হাজি। এ তথ্য সোমবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে জানানো হয়েছে। ২৯ এপ্রিল থেকে হজযাত্রা শুরু হয়ে ৩১ মে পর্যন্ত হজযাত্রীগণ সৌদি আরবে পৌঁছান। ৫ জুন অনুষ্ঠিত হয় হজের মূল আনুষ্ঠানিকতা, আর এরপরই শুরু হয় ফিরতি যাত্রা। হজ অফিস জানিয়েছে, আগামী ১০ জুলাই পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে।

ফেরত আসা হাজিদের মধ্যে ৫ হাজার ৭ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৫৫ হাজার ৫০৬ জন বেসরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন। হাজিদের পরিবহনে অংশ নিয়েছে তিনটি এয়ারলাইন্স—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস।

ফেরত যাত্রীদের পরিবহনের দায়িত্বে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স। তাদের মধ্যে:

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ২৬ হাজার ৭৬৭ জন হাজি

  • সৌদি এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ২৪ হাজার ৯৭০ জন হাজি

  • ফ্লাইনাস এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৮ হাজার ৭৭৬ জন হাজি

এ পর্যন্ত মোট ১৬০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে:

  • বিমান বাংলাদেশ চালিয়েছে ৭১টি ফ্লাইট

  • সৌদি এয়ারলাইন্স চালিয়েছে ৬৬টি ফ্লাইট

  • ফ্লাইনাস চালিয়েছে ২৩টি ফ্লাইট

এয়ার ট্রাফিকের এই ব্যস্ততা ও সুচারু ব্যবস্থাপনাই প্রমাণ করে—বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ কতটা সফল হয়েছে।

হজের সময় সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন ৪১ জন বাংলাদেশি হাজি। তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১১ জন নারী। ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের বুলেটিনে জানানো হয়েছে, মৃতদের বেশিরভাগই বার্ধক্যজনিত জটিলতা ও বিভিন্ন ধরনের অসুস্থতায় আক্রান্ত ছিলেন।

সাধারণত, তীব্র গরম, অতিরিক্ত ভিড় এবং শারীরিক দুর্বলতা বৃদ্ধ বয়সীদের ক্ষেত্রে বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়, আর সেখানেই অনেকেই জীবন হারিয়েছেন। তবে এই মৃত্যু সংখ্যা অন্যান্য বছরগুলোর তুলনায় অনেকটাই স্বাভাবিক এবং পূর্বপ্রস্তুতির কারণে বড় কোনো দুর্ঘটনার মুখে পড়তে হয়নি বাংলাদেশি হাজিদের।

হজ শেষে যাত্রীদের ফিরিয়ে আনার কাজ এখনো চলমান। ধর্ম মন্ত্রণালয় জানায়, ১০ জুলাই পর্যন্ত চলবে ফিরতি হজ ফ্লাইট। ততদিন প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক হাজি দেশে ফেরার সুযোগ পাবেন।

হজ ব্যবস্থাপনায় আগাম বুকিং, ডিজিটাল হজ অ্যাপ, হজ মেডিকেল টিমসহ নানা সুবিধা এবার বেশ প্রশংসিত হয়েছে। অনেক হাজি তাদের অভিজ্ঞতা বর্ণনায় বলেন—এবারের হজযাত্রা ছিল তুলনামূলক সুশৃঙ্খল এবং কম দুর্ভোগপূর্ণ।

Inga kommentarer hittades