close

লাইক দিন পয়েন্ট জিতুন!

হাসপাতালে থাকতে হবে মির্জা ফখরুলকে

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
চোখের অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তবে থাইল্যান্ডের চিকিৎসকদের কড়া পরামর্শে এখনই দেশে ফেরা নয় — থাকতে হবে আরও অন্তত এক সপ্তাহ হাসপাতালে।..

দেশে ফেরা নয় এখনই, চিকিৎসকদের নির্দেশে ব্যাংককেই আরও এক সপ্তাহ কাটাবেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বিশেষায়িত হাসপাতালে আরও অন্তত এক সপ্তাহ অবস্থান করতে হবে। চিকিৎসকদের সর্বশেষ পরামর্শে জানানো হয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনই প্লেনে ভ্রমণ করার মতো উপযুক্ত নন তিনি।

২৩ মে (শুক্রবার) বাংলাদেশ সময় সকাল ১১টায় ব্যাংককের রুটনিন আই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা ফখরুলকে পর্যবেক্ষণ করার পর এই সিদ্ধান্ত জানান। চিকিৎসকরা জানিয়েছেন, এই এক সপ্তাহের মধ্যে ফলোআপ চিকিৎসা চালানো হবে এবং শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরে জানানো হবে— তিনি কতদিনের মধ্যে বিমানে যাত্রা করতে পারবেন।

দলের পক্ষ থেকে তথ্য নিশ্চিত

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, “চিকিৎসকদের সর্বশেষ পরামর্শ অনুযায়ী, মহাসচিবকে আরও এক সপ্তাহ হাসপাতালে থাকতে হবে। এরপর চিকিৎসকরা সিদ্ধান্ত দেবেন তিনি দেশে ফিরতে পারবেন কি না।”

এর আগেই ১৪ মে তারিখে ফখরুলের বাঁ চোখে একটি জটিল কিন্তু সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তার মতে, "চোখের অপারেশনটি সম্পূর্ণ সফল হয়েছে। অপারেশনের পর উনার সুস্থতার অগ্রগতি স্বাভাবিক নিয়মে এগোচ্ছে।"

হাসপাতালের কেবিনে বিশ্রামে

চলতি মুহূর্তে মির্জা ফখরুল ব্যাংককের রুটনিন আই হাসপাতালের একটি প্রাইভেট কেবিনে আছেন। তিনি চিকিৎসকদের কড়া নজরদারিতে আছেন এবং পরবর্তী মেডিকেল চেকআপের অপেক্ষায় রয়েছেন। অপারেশনের পর থেকে তার ওপর বিমান ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে— অন্তত দুই সপ্তাহ ফ্লাইট থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা।

 জাহিদ হোসেনের বক্তব্য

গতকাল শনিবার দুপুরে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ডা. জাহিদ হোসেন বলেন,
“মির্জা ফখরুলের চোখের অপারেশনের পরবর্তী অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহর রহমত ও দেশবাসীর দোয়ায় উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে চিকিৎসকরা স্পষ্ট করে বলেছেন, এখনই উনাকে ফ্লাই করার অনুমতি দেওয়া যাচ্ছে না।“

তিনি আরও বলেন, “যখন চিকিৎসকরা অনুমতি দেবেন, তখনই উনি ইনশাআল্লাহ দেশে ফিরে আসবেন।”


দেশে ফেরা এখনো অনিশ্চিত

সবমিলিয়ে মির্জা ফখরুলের দেশে ফেরার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উন্নতির ওপর। আগামী সপ্তাহে চিকিৎসকদের পুনরায় মূল্যায়নের পরই জানা যাবে— তিনি কখন বাংলাদেশে ফিরতে পারবেন। দলের পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রয়োজন হলে আরও সময় নেওয়া হবে, কারণ সুস্থতা আগে।

No comments found