দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবার। লন্ডন থেকে ঢাকায় নামার পর বিকেলেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৩৮ মিনিটের দিকে গুলশানের বাসভবন থেকে তারা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ বছর প্রবাসে থাকার পর দেশের মাটিতে পা রেখেই পরিবারের বড়দের প্রতি শ্রদ্ধা ও মমত্ববোধের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তারা। বিশেষ করে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং তার পাশে কিছু সময় কাটাতে তারা সরাসরি হাসপাতালের উদ্দেশ্যে ছোটেন। জুবাইদা ও জাইমা রহমানকে বহনকারী একটি সাদা রঙের ব্যক্তিগত গাড়ি গুলশান অ্যাভিনিউয়ের ১৯ নম্বর সড়ক দিয়ে বেরিয়ে যাওয়ার সময় সেখানে উপস্থিত সংবাদকর্মী ও দলীয় নেতা-কর্মীদের ভিড় লক্ষ্য করা যায়।
এর আগে আজ বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে জুবাইদা ও জাইমা গুলশানে গেলেও তারেক রহমান সরাসরি গণসংবর্ধনায় অংশ নিতে ৩০০ ফিট এলাকায় চলে যান। বিমানবন্দরে উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান।
খালেদা জিয়ার দীর্ঘ অসুস্থতা এবং পরিবারের সদস্যদের অনুপস্থিতি নিয়ে যে রাজনৈতিক ও পারিবারিক শূন্যতা তৈরি হয়েছিল, জুবাইদা ও জাইমার এই সফরের মাধ্যমে তাতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। হাসপাতালের পথে রওনা হওয়ার সময় জাইমা রহমানকে বেশ আত্মবিশ্বাসী ও হাস্যেোজ্জ্বল দেখাচ্ছিল। এই সফর শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং রাজনৈতিকভাবেও দেশের বর্তমান পরিস্থিতিতে একটি বড় বার্তা হিসেবে গণ্য হচ্ছে।



















