close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

হাসিনার রায়ের পর কাদের মোল্লার চিঠি শেয়ার করে ডাকসু এজিএস মহিউদ্দিনের প্রতিক্রিয়া....

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
তিনি যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত আবদুল কাদের মোল্লার একটি চিঠি তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।....

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান।

তিনি যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত আবদুল কাদের মোল্লার একটি চিঠি তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

ডাকসু এজিএস'র পোস্ট:

সোমবার (১৭ নভেম্বর) আদালত শেখ হাসিনার রায় ঘোষণার পরপরই ডাকসু এজিএস মহিউদ্দিন খান চিঠিটি শেয়ার করেন। চিঠির সঙ্গে তিনি ক্যাপশনে লেখেন, 'অবিচার থেকে বিচার'।

মহিউদ্দিন খান যে চিঠিটি পোস্ট করেছেন, সেটি কাদের মোল্লার হাতের লেখা বলে উল্লেখ করা হয়েছে। চিঠিতে কাদের মোল্লা লিখেছেন:

“প্রিয় রনি, যদি কখনো সময় পাও এবং তোমার ইচ্ছা হয় তবে আমার ফাঁসির পর একবার হলেও বলো বা লিখো—কাদের মোল্লা আর কসাই কাদের এক ব্যক্তি নয়। আমার আত্মা কিয়ামত পর্যন্ত কাঁদবে আর কসাই কাদের তখন কিয়ামত পর্যন্ত হাসবে।/কাদের মোল্লা।”

প্রসঙ্গত, ২০১৪ সালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শেখ হাসিনার সরকারের পতনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধের এই রায়কে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

没有找到评论


News Card Generator