close

লাইক দিন পয়েন্ট জিতুন!

হাসিনার বিচার হবে এই দেশের মাটিতেই: বললেন উপদেষ্টা ফরিদা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা ফরিদা। তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা ফরিদা। তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। এক সভায় বক্তব্য রাখতে গিয়ে উপদেষ্টা ফরিদা বলেন, "দেশের আইন ও বিচারব্যবস্থা স্বাধীন। অপরাধের দায়ে কেউ ছাড় পাবে না, তা সে যতই ক্ষমতাশালী হোক না কেন।" তিনি আরও বলেন, জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালিত হচ্ছে এবং যেকোনো অপরাধের ক্ষেত্রে উপযুক্ত বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এই বক্তব্যে উপস্থিত অনেকেই ন্যায়বিচার প্রতিষ্ঠার ব্যাপারে সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন। উপদেষ্টা ফরিদার বক্তব্য দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন বক্তব্য বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়াতে ভূমিকা রাখবে। সংবাদটি নিয়মিত আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন।
Aucun commentaire trouvé