close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

হান্নান সরকার নির্বাচকের দায়িত্ব ছাড়লেন: কোচিংয়ে ক্যারিয়ার গড়তে চান সাবেক ক্রিকেটার

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক জাতীয় ক্রিকেটার হান্নান সরকার। রবিবার, ২ ফেব্রুয়ারি দুপুরে তিনি এই দায়িত্ব থেকে অব্যাহ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক জাতীয় ক্রিকেটার হান্নান সরকার। রবিবার, ২ ফেব্রুয়ারি দুপুরে তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এক বছর দায়িত্ব পালন করার পর তিনি সিদ্ধান্ত নেন যে, তিনি আর নির্বাচক হিসেবে কাজ করবেন না এবং কোচিংয়ে নিজের ক্যারিয়ার গড়তে চান। হান্নান সরকার ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সহকারী নির্বাচক হিসেবে বিসিবিতে যোগ দেন। তার সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত। তবে এক বছরেরও কম সময়ের মধ্যে হান্নান এই পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। বিসিবি সূত্রে জানা গেছে, হান্নান সরকারের পদত্যাগ একটি মাসের নোটিশের ভিত্তিতে করা হয়েছে। তিনি নিজেও নিশ্চিত করেছেন যে, তিনি বিসিবি থেকে পদত্যাগ করেছেন এবং নির্বাচক পদে তার আর কোনও দায়িত্ব নেই। হান্নান সরকার বলেন, “নির্বাচকের পদটি সম্মানজনক হলেও আর্থিকভাবে আমি এটাকে সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার মতো মনে করি না। বেতন কম এবং চুক্তিভিত্তিক নিয়োগ, তাই এই ধরনের চাকরি আমার জন্য উপযুক্ত নয়।” তিনি আরও বলেন, “কোচিংয়ে ক্যারিয়ার গড়তে আমি আগ্রহী, বিশেষ করে মোহাম্মদ সালাউদ্দিন ভাইয়ের মতো আমাদের পথপ্রদর্শকের সহযোগিতায়। আশা করি একদিন জাতীয় দলের কোচ হতে পারব।” সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন যে, তিনি আগামী ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়েই কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন। তিনি বলেন, “কিছু দলের সঙ্গে কথাবার্তা চলছে। এখন দেখা যাক, কী হয়।” হান্নান সরকারকে বিসিবি নিয়োগ দিয়েছিল ১ লাখ ২৫ হাজার টাকার বেতনে। কিন্তু এই বেতন তার কাছে আকর্ষণীয় মনে হয়নি, এবং তিনি নিজেকে অন্য দিক দিয়ে এগিয়ে নিতে চান। এখন থেকে, হান্নান সরকারের লক্ষ্য শুধুমাত্র কোচিং ক্যারিয়ার গড়া, এবং তিনি বিশ্বাস করেন, তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা তাকে জাতীয় দলের কোচ হওয়ার পথে নিয়ে যাবে।
Ingen kommentarer fundet


News Card Generator