close

লাইক দিন পয়েন্ট জিতুন!

গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা

Imran Hossain avatar   
Imran Hossain
****

চট্টগ্রামের আনোয়ারায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন, সদস্য সচিব মো. মোহাম্মদ রিজোয়ান উদ্দিনসহ উপজেলার ১১টি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং গ্রাম আদালত পরিচালনা দায়িত্ব প্রাপ্ত ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী মো. মাহাবুবুর রহমান।

সমন্বয়কারী মো. মাহাবুবুর রহমান জানান, আনোয়ারয় ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে মে ২০২৫ পর্যন্ত ৩৪৬টি মামলায় ১২৬টি মামলার নিষ্পত্তি হয়েছে। তারমধ্যে ২২০টি মামলা অপেক্ষামান রয়েছে। সবচেয়ে বেশি ৮০টি মামলা দায়ের হয়েছে পরৈকোড়া ইউনিয়ন পরিষদে আর সর্বনিম্ন মামলা জুইদন্ডি ইউনিয়ন পরিষদে মাত্র ৭টি।

তিনি বলেন, গ্রাম আদালতকে সক্রিয়করণে গ্রাম আদালত ব্যবস্থাপনার কমিটির মনিটরিং, ভিজিট,  পরামর্শ অত্যন্ত জরুরি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আমরা অনেক মামলা গ্রাম আদালতে পাঠিয়ে দিই।সেখানে যথাযথ ন্যায় বিচার না পেলে ভুক্তভোগীরা আবার থানায় আসেন। গ্রাম আদালতে সঠিক রায় হলে মানুষ সন্তুষ্ট হবে। এরসাথে গ্রাম আদালতে দিকে মানুষ গুরুত্ব বেশি দিবে।

সহকারি কমিশনা (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, গ্রাম আদালতের বিচার ব্যবস্থা অত্যন্ত সুন্দর ব্যবস্থা। যেখানে মানুষ অল্প খরচে অল্প সময়ে বিরোধের মীমাংসা করতে পারে।

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, সরকার গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিস্পত্তির বিষয়টি গুরত্ব সহকারে মনিটর করছে। এক্ষেত্রে নিয়মিত গ্রাম আদালত পরিচালনা করতে হবে। তিনি বলেন, গ্রাম আদালতের বিষয়টি ছোট করে দেখার কোন সুযোগ নেই। গ্রাম আদালতে মামলার রায় হলে মানুষের আস্থা তৈরি হবে। তখন মানুষ গ্রাম আদালতমুখী হবে।

نظری یافت نشد