close

লাইক দিন পয়েন্ট জিতুন!

গণতান্ত্রিক ভোটে নেতৃত্ব বদলের পথে ড্যাব: চিকিৎসক সংগঠনে ফিরছে তৃণমূলের সিদ্ধান্তক্ষমতা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিএনপি সমর্থিত চিকিৎসক সংগঠন ড্যাবে এবার কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত হবে নতুন নেতৃত্ব। কেন্দ্র থেকে তৃণমূলে গণতন্ত্রের চর্চা প্রতিষ্ঠায় শুরু হয়েছে প্রস্তুতি, আর এতে রয়েছে বিএনপির হাইকমান্ডের সর..

চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’-এ আসছে বড় ধরনের পরিবর্তন। বিএনপি এবার চাইছে গণতান্ত্রিক পদ্ধতিতে পেশাজীবী সংগঠনগুলোকে ঢেলে সাজাতে, যার শুরু হচ্ছে ড্যাব দিয়ে। এই সংগঠনের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে সম্মেলনের মাধ্যমে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

বিএনপির হাইকমান্ডের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গত সোমবার তিন সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। আগামী ১ মে ড্যাবের কেন্দ্রীয় সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে গঠিত হবে নতুন নেতৃত্ব। এই পদক্ষেপ বিএনপির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ, যেখানে তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত দলীয় কাঠামোকে গণতান্ত্রিকভাবে সাজানোর অঙ্গীকার রয়েছে।

বর্তমানে ড্যাবের প্রায় তিন হাজার ভোটার রয়েছেন, যাঁরা ৫ আগস্টের আগেই সদস্যপদ লাভ করেছেন। নতুন কাউকে ভোটার তালিকায় না রেখে পুরাতন সদস্যদের মাধ্যমেই নির্বাচন আয়োজনের জোর দাবি জানিয়েছেন ড্যাবের নেতারা। তাদের মতে, এতে রাজপথে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন সম্ভব হবে।

ড্যাবের নির্বাচনে এবার সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন অন্তত ১৪ জন। তাদের মধ্যে রয়েছেন সাবেক সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম, সাবেক কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিলসহ দলের একাধিক কেন্দ্রীয় নেতা। কেউ কেউ ব্যক্তিকেন্দ্রিক নির্বাচন চান, কেউ চান প্যানেলভিত্তিক নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একজন নেতা ব্যক্তিকেন্দ্রিক নির্বাচনের দাবি জানিয়ে বলেছেন, এতে করে বিভাজন কমে যাবে এবং পরবর্তীতে সংগঠন একসঙ্গে কাজ করতে পারবে।

এরই মধ্যে ড্যাবের কেন্দ্রীয় অফিস পরিদর্শন করেছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। সদস্য সচিব অধ্যাপক লুৎফর রহমান জানিয়েছেন, ৯ মে’র মধ্যেই সম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে তারা নিরলস কাজ করে যাচ্ছেন।

ড্যাবের ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯৮৯ সালে প্রথম কমিটি গঠিত হয় অধ্যাপক ডা. জাকির হোসেন ও ডা. ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে। ২০১৯ সালের ২৪ মে অনুষ্ঠিত সর্বশেষ সম্মেলনে অধ্যাপক ডা. হারুন আল রশিদ সভাপতি ও ডা. আব্দুস সালাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এবার তাদের মেয়াদ শেষ হওয়ায় কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয় এবং নতুন করে নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগ শুধুমাত্র ড্যাবেই সীমাবদ্ধ নয়। জানা গেছে, সম্মেলন সফল হলে অন্যান্য পেশাজীবী সংগঠন যেমন প্রকৌশলীদের সংগঠন অ্যাব এবং কৃষিবিদদের সংগঠন এ্যাব-এও একই প্রক্রিয়ায় নেতৃত্ব বাছাই করা হবে। বিএনপি তৃণমূলে গণতন্ত্রের ভিত্তি গড়ে তুলতে চায়, যেখানে নেতাদের দায়িত্ব জনগণের হাতে।

সাবেক সভাপতি ডা. হারুন বলেন, “সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন করলে তা সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন হয়। এটি দলকে আরও সুসংগঠিত করে।”

প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার জানিয়েছেন, “আমরা সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবো। সময় খুব বেশি নেই, তবে আমরা প্রস্তুত। সকলের সহায়তায় একটি সুন্দর নেতৃত্ব আনতে পারবো ইনশাআল্লাহ।”

এই সম্মেলন শুধু ড্যাবের ভবিষ্যত নির্ধারণ করবে না, বরং বিএনপির পেশাজীবী অঙ্গনেও নতুন যুগের সূচনা ঘটাবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

לא נמצאו הערות


News Card Generator