close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঘুষের টাকা ফেরত চেয়ে ইউএনও বরাবর আবেদন!

Juwel Hossain avatar   
Juwel Hossain
তিনি বলেন, “আমাদের নিজেদের টাকায় রাস্তা করতে গিয়েও প্রশাসনের কিছু কর্মকর্তা টাকা হাতিয়ে নিচ্ছেন।..

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভূমি অফিসের সার্ভেয়ার মো. জাকিরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এনে উৎকোচের টাকা ফেরতের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন এক ভূক্তভোগী।

করশালিকা গ্রামের বাসিন্দা মো. গোলাম হোসেন এই অভিযোগ দায়ের করেন। গত ২৯ এপ্রিল ইউএনও মো. কামরুজ্জামান বরাবর দাখিল করা আবেদনে তিনি উল্লেখ করেন, স্থানীয় জনগণের নিজস্ব অর্থায়নে করশালিকা-চরধুনাইল সড়ক নির্মাণে করতোয়া নদী খননের বালির প্রয়োজন হয়। বিষয়টি নিয়ে ভূমি অফিসের সার্ভেয়ার জাকিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি সরেজমিন পরিদর্শনের পর পক্ষে প্রতিবেদন দিতে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

উপায়ন্তর না দেখে গ্রামবাসীর স্বার্থে গোলাম হোসেন ওই টাকা প্রদান করেন। কিন্তু এরপরও ভূমি অফিস থেকে প্রত্যাশিত প্রতিবেদন না পাওয়ায় ঘুষের টাকা ফেরতের জন্য তিনি ইউএনও’র দপ্তরে আবেদন করেন।

দুই মাস পেরিয়ে গেলেও এখনও টাকা ফেরত না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভূক্তভোগী গোলাম হোসেন। তিনি বলেন, “আমাদের নিজেদের টাকায় রাস্তা করতে গিয়েও প্রশাসনের কিছু কর্মকর্তা টাকা হাতিয়ে নিচ্ছেন। ৫০ হাজার টাকা দিয়েও কাজ হয়নি, এখন সেই টাকাও ফেরত দিচ্ছে না।”

ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমানকে। কিন্তু যার দপ্তরের বিরুদ্ধে অভিযোগ, তাকেই তদন্তের দায়িত্ব দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অভিযোগকারী।

অভিযুক্ত সার্ভেয়ার মো. জাকিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কারও কাছ থেকে কোনো ঘুষ নেইনি।”

এ বিষয়ে ইউএনও মো. কামরুজ্জামান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। সহকারী কমিশনার (ভূমি)-কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Inga kommentarer hittades


News Card Generator