গাঁজাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
মোঃ আব্দুল্লাহ্  
খুলনা জেলা প্রতিনিধি 
খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ ১০ মে ২০২৫ তারিখ সাচিবুনিয়া এলাকা থেকে মাদক কারবারি ১) আনোয়ার হোসেন (৩৩), পিতা-শহিদুল ইসলাম, সাং-বংশীপুর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-দারোগা ভিটা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা এবং ২) মোঃ রানা খাঁ (২৮), পিতা-মোঃ জলিল খাঁ, সাং-কাটাবুনিয়া, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-শান্তিনগর, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনাদ্বয়কে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			