close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

গাজীপুরে ৫ কারখানায় শ্রমিক বিক্ষোভ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গাজীপুরে ৫ কারখানায় শ্রমিক বিক্ষোভ
নির্ধারিত সময়ে বেতন প্রদান, হাজিরা বোনাস বৃদ্ধি ও বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে ৫টি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসময় শ্রমিকরা কর্মবিরতি করে বিক্ষোভ করছেন। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে। শ্রমিক সংগঠন ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের জিরানী এলাকাসহ বিভিন্ন স্থানে নির্ধারিত সময়ে বেতন প্রদান, হাজিরা বোনাস বৃদ্ধি ও বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ৫টি কারখানার শ্রমিকরা আন্দোলনে নামে। তারা কর্মবিরতি করে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ করছেন। এছাড়া মঙ্গলবার বিভিন্ন দাবিতে আন্দোলনের জেরে ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়া গতকাল টঙ্গীতে শ্রমিক অসন্তোষ দেখা দেয় পিনাকি গ্রুপ, যমুনা, ড্রেসম্যান ও নোমান গ্রুপে। পরে দুপুর আড়াইটার দিকে গার্মেন্টসের মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসে পুলিশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও আন্দোলনকারী শ্রমিকদের প্রতিনিধিরা। বৈঠক শেষে শ্রমিকদের সকল দাবি মেনে নেন মালিকপক্ষ। এদিকে, ৫টি কারখানা ছাড়া গাজীপুরে অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। সকাল থেকে বিভিন্ন সেকশনে কাজ করছেন তারা। কারখানা নিরাপত্তায় নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও শিল্প পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। গাজীপুর শিল্পাঞ্চল-২ পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, বেতন ভাতা বাড়ানো ও নিয়মিত বেতন প্রদানসহ বিভিন্ন দাবিতে ৫টি কারখানায় শ্রমিক বিক্ষোভ চলছে। এছাড়া গতকাল ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এসব কারখানা খুলে দেওয়ার বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।
Không có bình luận nào được tìm thấy


News Card Generator