close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

গাজায় গনহত্যায় প্রতিবাদে নলছিটিতে ছাত্রদলের মানববন্ধন।..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
ঝালকাঠির নলছিটি জেড. এ. ভুট্টো ডিগ্রি কলেজের সামনে ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন।..
 
গা’জা’য় ই’স’রা’য়ে’লি সেনাবাহিনীর বর্বর আগ্রাসন ও গণ’হ’ত্যার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে জেড. এ. ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে কলেজের মূল ফটকের সামনে ‘STOP GENOCIDE IN G’A’Z’A’ শীর্ষক ব্যানার নিয়ে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল আল জায়েদ, সহসভাপতি ইব্রাহিম হোসেন ইমন, সাধারণ সম্পাদক রিমন মোল্লাসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা। কর্মসূচিতে তারা মুখে কালো কাপড় বেঁধে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানান এবং ইসরায়েলের বর্বরতার তীব্র নিন্দা জানান।

কর্মসূচিতে বক্তৃতায় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন মোল্লা বলেন, “ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে নারী, শিশু, নিরীহ মানুষদের উপর যেভাবে গণহত্যা চালাচ্ছে তা মানব সভ্যতার জন্য এক কলঙ্ক। আমরা জেড. এ. ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদল থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গাজায় রক্তপাত বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনি জনগণের পাশে থাকাই আজ মানবতার পক্ষে দাঁড়ানোর নাম।”

ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, এই মানববন্ধনের মাধ্যমে তারা বিশ্ববাসীকে বার্তা দিতে চায় যে, নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোই এখন মানবতার পক্ষ নেওয়ার সবচেয়ে বড় উদাহরণ। তারা আশা প্রকাশ করেন যে, বিশ্ববাসী এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার হবে এবং ফিলিস্তিনের শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।


コメントがありません