গাজায় বন্দী ইসরাইলিদের মেরে ফেলতে চান নেতানিয়াহু!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গাজায় বন্দী ইসরাইলিদের হত্যা করতে চান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ফিলিস্তিনি সামরিক বিশেষজ্ঞ মেজর জেনারেল ওয়াসিফ উর
গাজায় বন্দী ইসরাইলিদের হত্যা করতে চান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ফিলিস্তিনি সামরিক বিশেষজ্ঞ মেজর জেনারেল ওয়াসিফ উরায়কাত। বুধবার (২৫ ডিসেম্বর) আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। উরায়কাত বলেন, “নেতানিয়াহু গাজায় থাকা ইসরাইলি বন্দীদের জীবিত অবস্থায় ফিরিয়ে নিতে চান না। বিশেষ করে যারা সেনা অফিসার ও সৈনিক, তাদের হত্যা করেই তিনি প্রশাসনের জন্য বিপজ্জনক তথ্য প্রমাণ মুছে ফেলতে চান। এতে তার প্রশাসন বহুমুখী ঝুঁকি থেকে মুক্তি পাবে।” তিনি আরো জানান, ইসরাইলি বাহিনীর কমান্ডাররাও এ বিষয়ে সচেতন। তারা মনে করেন, নেতানিয়াহুর উপর সামরিক চাপ বাড়লে বন্দীদের হত্যার ঘটনা আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে বন্দীরা জীবিত অবস্থায় দেশে ফেরার সুযোগ হারাবে। নেতানিয়াহুর আগ্রাসন চালানোর উদ্দেশ্য নিয়েও উরায়কাত কথা বলেন। তার দাবি, ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী মনে করেন, তার পূর্বসূরীরা ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের গণহত্যা ও বিতাড়নে ব্যর্থ হয়েছিলেন। এটি তাদের ‘সবচেয়ে বড় ভুল’ বলে মনে করেন তিনি। বিশ্লেষক উরায়কাত আরও বলেন, নেতানিয়াহুর প্রশাসন বর্তমানে তীব্র চাপের মুখে রয়েছে। বিশেষ করে সামরিক বাহিনীর মধ্যে অস্থিরতা বাড়ছে। ইতোমধ্যে অন্তত ৫০০ সেনা যুদ্ধক্ষেত্র ছেড়ে দিয়েছে এবং নতুন সেনারা দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ইসরাইলি বাহিনী এখন পর্যন্ত গাজায় বন্দী ৮ ইসরাইলিকে হত্যা করেছে বলে স্বীকার করেছে। এদিকে, চলমান গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের বিপুল প্রাণহানির তথ্য উঠে এসেছে। এ পর্যন্ত অন্তত ৪৫ হাজার ৩৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৭৬৪ জন। এছাড়া অন্তত ১১ হাজার ফিলিস্তিনি এখনো নিখোঁজ।
Không có bình luận nào được tìm thấy


News Card Generator