close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় অস্ট্রেলিয়ার অভ্যন্তরে স'ন্ত্রা'স: সরাসরি আঙুল তুললেন নেতানিয়াহু..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Following the Sydney attack, Israeli PM Netanyahu claimed that recognizing Palestine has fueled anti-Semitism and violence in Australia.

অস্ট্রেলিয়ার সিডনিতে ইহুদিদের হানুকা অনুষ্ঠান চলাকালে বন্ডাই বিচে হামলার ঘটনার পর বিশ্বজুড়ে আবারও ইহুদিবিদ্বেষ (অ্যান্টিসেমিটিজম) ইস্যুটি আলোচনায় এসেছে। এই হামলার সঙ্গে ২ জন মুসলিমের নাম উঠে আসার পরই ইসরায়েল সরকার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এরই ধারাবাহিকতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি অস্ট্রেলিয়ার সরকারকে দায়ী করে মন্তব্য করেছেন। নেতানিয়াহুর দাবি, অস্ট্রেলিয়া সরকার ফিলিস্তিনকে যে স্বীকৃতি দিয়েছে, তা দেশটির অভ্যন্তরে ইহুদিবিদ্বেষ এবং সহিংসতার মাত্রা বাড়িয়ে দিয়েছে।

নেতানিয়াহু বলেন, তিনি তিন মাস আগেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখে সতর্ক করেছিলেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, অস্ট্রেলিয়া সরকার যে নীতি অনুসরণ করছে, তা ইহুদিবিদ্বেষকে উসকে দিচ্ছে। নেতানিয়াহুর ভাষায়, "আপনি ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছেন, এর অর্থই হলো আপনি হামাসকে সহায়তা করছেন।" তার এই বক্তব্য অস্ট্রেলিয়ার সার্বভৌম সিদ্ধান্ত এবং ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে তাদের অবস্থান নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী ফিলিস্তিন এবং হামাস উভয়কেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূল কেন্দ্র হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি মনে করেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি এই শক্তিগুলোর সমূলে উৎপাটন না করে, তবে বিশ্ব থেকে সন্ত্রাসবাদ বন্ধ হবে না। নেতানিয়াহুর এমন কঠোর প্রতিক্রিয়া কেবল সিডনি হামলার পরিপ্রেক্ষিতে নয়, বরং ২১ সেপ্টেম্বর ফিলিস্তিনকে অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিক স্বীকৃতির পর থেকেই দুই দেশের মধ্যে বিরাজমান কূটনৈতিক টানাপোড়েনের বহিঃপ্রকাশ। এই হামলার ঘটনা নেতানিয়াহুকে তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করার সুযোগ করে দিল। বিশ্বজুড়ে এই মন্তব্যের পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।

Nenhum comentário encontrado


News Card Generator