close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ফেসবুকে মহানবীকে ( সাঃ) কটুক্তির মন্তব্য কারাগারে বোচাগঞ্জের শুভজিৎ রায়..

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
শুভজিৎ রায় (১৯) দিনাজপুরের বোচাগঞ্জে বথ গ্রামের অনাথ রায়ের ছেলে। সে সেতাবগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। পাশাপাশি সে নোয়াখালী জেলায় একটি পল্ট্রি ফার্মে চাকুরি করে ।..
দিনাজপুর প্রতিনিধি >  মহানবী (সাঃ) সম্পর্কে ফেসবুকে কটুক্তিমূলক মন্তব্যের কারনে গ্রেপ্তার শুভজিৎ রায়কে আজ মঙ্গলবার বিকালে কারাগারে পাঠানো হয়েছে। 
শুভজিৎ রায় (১৯) দিনাজপুরের বোচাগঞ্জে বথ গ্রামের অনাথ রায়ের ছেলে। সে সেতাবগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। পাশাপাশি সে নোয়াখালী জেলায় একটি পল্ট্রি ফার্মে চাকুরি করে ।
বোচাগঞ্জ থানার ইনচার্জ হাসান জাহিদ সরকার জানান, মহানবী ( সাঃ) সম্পর্কে ফেসবুকে কটুক্তিমূলক মন্তব্য পেশের পর থেকে আত্বগোপনে ছিল শুভজিৎ রায়। আজ মঙ্গলবার ভোরে তাকে বীরগঞ্জ এলাকায় আটক করে সকালে আদালতে তুলে দিয়েছেন তারা। ওই মন্তব্যের কারনে তার বিরুদ্ধে মামলা করেছেন হাবিবুর রহমান এক ব্যক্তি। 
অন্যদিকে বন্ধুর সাথে মজা করার জন্য ফেসবুকে মন্তব্যের জন্য দুঃক্ষ প্রকাশ করে পরে ফেসবুকে স্টাটার্স দিয়েছিল সে। এতে নিস্তার মিলেনি তার।
কোর্ট ইনচার্জ আমিনুল ইসলাম জানান, শুভজিৎ রায়কে আদালতে তোলা হলে জেল হাজতে প্রেরণ  করা হয়েছে।
###
Tidak ada komentar yang ditemukan


News Card Generator