close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

এনসিপির ‘যুবশক্তির’ আত্মপ্রকাশ, ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজনৈতিক অঙ্গনে নতুন মোড়—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘যুবশক্তি’ আত্মপ্রকাশ করল ১৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি নিয়ে। দলটি বলছে, এবার আদর্শিকভাবে আওয়ামী লীগকে মাঠ থেকে হটাবে তারা।..

রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়িয়ে আত্মপ্রকাশ ‘যুবশক্তি’র, এনসিপির ঘোষণা—“আদর্শের লড়াইয়ে এবার আওয়ামী লীগ বিদায় নেবে”

ঢাকা শহরের এক সময়ের ব্যস্ত রাজনৈতিক কেন্দ্র, বর্তমানে নিষ্ক্রিয় আওয়ামী লীগের পুরনো কার্যালয়ের সামনে—এই প্রতীকী স্থানেই শুক্রবার বিকেলে রাজনৈতিক অঙ্গনে একটি নতুন শক্তির আবির্ভাব হলো। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করে একটি জাঁকজমকপূর্ণ সমাবেশের আয়োজন করে।

এদিন ঘোষণা করা হয় ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি। এই কমিটি নেতৃত্ব দেবে নতুন প্রজন্মের রাজনৈতিক আন্দোলনকে, এমনটাই জানালেন এনসিপি নেতারা।

আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তারিকুল ইসলাম, যিনি পেশায় একজন সুপ্রিম কোর্টের আইনজীবী। সদস্য সচিব হিসেবে দায়িত্বে এসেছেন চিকিৎসক জাহেদুল ইসলাম। মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন ফরহাদ সোহেল।

এছাড়াও সমাবেশে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নাম ঘোষণা করা হয়, যেমন—তুহিন মাহমুদ (জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক), দ্যুতি অরণ্য চৌধুরী ও নাহিদা বুশরা (জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব)।

সমাবেশে যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম সংগঠনের ঘোষণাপত্র পাঠ করেন, যেখানে নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিশ্রুতি দেওয়া হয়।


আদর্শিক যুদ্ধের আহ্বান

সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এবার আদর্শিকভাবে তাদের রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করতে হবে। যুবশক্তি এই লড়াইয়ের অগ্রভাগে থাকবে।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের একটি নতুন পথ দেখিয়েছে। মানুষ আর ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতি চায় না। আমরা চাই আদর্শ ও ন্যায়ভিত্তিক গণতন্ত্র। সেই আন্দোলনের জন্য যুবশক্তিকে গড়ে তোলা হয়েছে।”

আখতার হোসেনের এই বক্তব্যে উপস্থিত শতাধিক যুবক করতালিতে সাড়া দেন, যাদের অনেকেই রাজপথে আন্দোলনের অভিজ্ঞতাসম্পন্ন। সমাবেশে আরও উল্লেখ করা হয় যে, জুলাই অভ্যুত্থানের সময় যারা রাজপথে নেতৃত্ব দিয়েছেন, তারা এবার সাংগঠনিকভাবে যুবশক্তির নেতৃত্বে থাকবেন।


শহীদ আবরার ফাহাদ’ সড়কে প্রতীকী বার্তা

এই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি হয় ঢাকার একটি প্রতীকী স্থানে—‘শহীদ আবরার ফাহাদ’ সড়কে (যেটি আগে বঙ্গবন্ধু এভিনিউ নামে পরিচিত ছিল)। এক সময় এই স্থান ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, এখন তা নিষ্ক্রিয়। ঠিক এখানেই দাঁড়িয়ে এনসিপির যুব সংগঠন তাদের প্রতিজ্ঞা ঘোষণা করে—আদর্শের লড়াইয়ে পুরনো রাজনীতিকে চ্যালেঞ্জ জানাবে তারা।


 ভবিষ্যতের পরিকল্পনা ও প্রতিজ্ঞা

যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, “আমরা রাজনীতিতে একটি নতুন ধারার সূচনা করতে চাই। তরুণদের নেতৃত্বে এক স্বচ্ছ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি, আদর্শ ও সততার রাজনীতিই আমাদের এগিয়ে নিয়ে যাবে।”

তিনি জানান, ভবিষ্যতে দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে যুবশক্তির কমিটি গঠন করা হবে। তাদের মূল কাজ হবে তরুণদের সংগঠিত করা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি।


 

জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ নিঃসন্দেহে দেশের রাজনীতিতে এক নতুন দিকচিহ্ন। যেখানে একটি নিষ্ক্রিয় দলীয় কার্যালয়ের সামনে নতুন রাজনৈতিক সংগঠনের অঙ্গীকার—একই সঙ্গে প্রতীকী এবং বাস্তব। এনসিপি এই যুব সংগঠনের মাধ্যমে যে নতুন প্রজন্মের রাজনৈতিক আন্দোলনের কথা বলছে, তা কতটা সফল হবে, সেটিই এখন দেখার বিষয়।

No comments found


News Card Generator