close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

একরাতে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

a m abdul wadud avatar   
a m abdul wadud
এক রাতেই সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি এলাকা দিয়ে ৭০ জন পুশইনের ঘটনা ঘটলো। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।..

সিলেট ও সুনামগঞ্জের চার সীমান্ত এলাকা দিয়ে একরাতে আরো ৭০ জন বাংলাদেশি নাগরিককে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত্ররক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (১১ জুন) রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সিলেটের জাফলং ও কোম্পানীগঞ্জ এবং সুনামগঞ্জের ছাতক সীমান্ত এলাকা দিয়ে তাদের এপারে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।

আটককৃতদের মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন নারী ও ৩০ জন শিশু।

বিজিবি জানায়, রাতে জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা সীমান্ত দিয়ে ৪০ জনকে পুশইন করে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি।

একইভাবে, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে রাতে আরো ১৩ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার পর বিজিবি তাদের আটক করে।

এছাড়া একই রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরো ১৭ জন পুশইন হয়েছে। তাদেরও আটক করা হয়েছে।

বিজিবি জানায়, আটককরা সবাই লালমনিরহাটের ও কুড়িগ্রামের বাসিন্দা বলে জানান।

৪৮ বিজিবি’র সিইও লে. কর্নেল নাজমুল হাসান জানান, সব মিলিয়ে এক রাতেই সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি এলাকা দিয়ে ৭০ জন পুশইনের ঘটনা ঘটলো। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

没有找到评论